29/09/2020

ফ্ল্যাশ সেলে Redmi Note 9 Pro পাওয়া যাচ্ছে জেনে নিন সব তথ্য

ফ্ল্যাশ সেলে Redmi Note 9 Pro পাওয়া যাচ্ছে জেনে নিন সব তথ্য

মঙ্গলবার Redmi Note 9 Pro বিক্রি শুরু করেছিল Xiaomi। বুধবার আবার ফ্ল্যাশ সেলে এই ফোন বিক্রি করবে চিনের সংস্থাটি।

আজ দুপুর 12 টায় Amazon.in ও Mi.com থেকে Redmi Note 9 Pro অর্ডার করা যাবে।

আপাতত শুধুমাত্র গ্রিন জোন ও অরেঞ্জ জোনে ডেলিভারি হবে। রেড জোনে সব ধরনের ই-কমার্স ডেলিভারি বন্ধ রয়েছে। রেড জোনে থাকলে ফ্ল্যাশ সেলে অংশ নেওয়া যাবে না।

Redmi Note 9 Pro স্পেসিফিকেশন

✓ ডুয়াল সিম
✓ Android 10 অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির MIUI 11 স্কিন চলবে।
✓ এই ফোনে রয়েছে 6.67 ইঞ্চি FHD+ ডিসপ্লে।
✓ Snapdragon 720G চিপসেট, 6GB LPDDR4X RAM আর 128GB পর্যন্ত UFS 2.1 স্টোরেজ।

✓ এই ফোনের পিছনে রয়েছে চারটি ক্যামেরা। প্রাইমারি ক্যামেরায় 48 মেগাপিক্সেল সেন্সর রয়েছে। সঙ্গে রয়েছে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা 5 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা আর 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর।

✓ সেলফি তোলার জন্য রয়েছে একটি 16 মেগাপিক্সেল ক্যামেরা।
✓ কানেক্টিভিটির জন্য এই ফোনে রয়েছে 4G VoLTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, GPS/ A-GPS, ইনফ্রারেড (IR), NavIC, USB Type-C ও 3.5 মিমি অডিও জ্যাক।
✓ ফোনের ভিতরে রয়েছে 5,020 mAh ব্যাটারি, সঙ্গে রয়েছে 18W ফাস্ট চার্জিং।
✓ 4GB RAM + 64GB স্টোরেজে Redmi Note 9 Pro -র দাম 13,999 টাকা।
✓ 6GB RAM + 128GB স্টোরেজে এই ফোন কিনতে 16,999 টাকা খরচ হবে।
✓ নীল, সাদা ও কালো রঙে পাওয়া যাবে এই স্মার্টফোন।

Amazon.in ও Mi.com থেকে দুপুর 12 টায় এই ফোন বিক্রি শুরু হবে। আইসিআইসিআই ব্যাঙ্ক ক্রেডিট কার্ড ব্যবহার করে ইএমআইতে এই ফোন কিনলে 1,000 টাকা ছাড় মিলবে।