26/09/2020

কলকাতায় প্রাক্তন বায়ুসেনা কর্মীকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল স্ত্রী ও মেয়ের বিরুদ্ধে

কলকাতায় প্রাক্তন বায়ুসেনা কর্মীকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল স্ত্রী ও মেয়ের বিরুদ্ধে

খাস কলকাতার উপকণ্ঠে প্রাক্তন বায়ুসেনা কর্মীকে পিটিয়ে মারার অভিযোগ তাঁর স্ত্রী ও মেয়ের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার পলতার।


মঙ্গলবার সকালে বাড়ি থেকে বৃদ্ধের দেহ উদ্ধার হলে বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। তাঁদের দাবি, স্ত্রী ও মেয়ে মিলে পিটিয়ে খুন করেছে ওই বৃদ্ধকে।

মঙ্গলবার সকালে পলতায় নিজের বাড়ি থেকে উদ্ধার হয় বৃদ্ধ অরুপ দেবনাথের ৬০ বছরের দেহ। প্রতিবেশীরা জানিয়েছেন, প্রাক্তন ওই বায়ুসেনা কর্মীকে দীর্ঘদিন ধরে নির্যাতন করতেন তাঁর স্ত্রী ও মেয়ে।

তাঁকে মারধর করা হত বলে অভিযোগ। খেতে দেওয়া হত না তাঁকে। এমনকী বাড়ি থেকে বেরও করে দেওয়া হয় একাধিকবার।

স্থানীয়রা জানিয়েছেন, বৃদ্ধের ওপর এই নির্যাতনের প্রতিবাদ করতে গেলে তাঁদেরও অপমান করতেন অরুপবাবুর স্ত্রী ও মেয়ে। সোমবার রাতেও দেবনাথ বাড়ি থেকে অশান্তির আওয়াজ এলেও তাই নাক গলাতে যাননি কেউ। সকালে বৃদ্ধের দেহ উদ্ধার হলে বিক্ষোভে ফেটে পড়ে এলাকাবাসী।

তাদের দাবি, বৃদ্ধকে খুন করেছে তাঁর স্ত্রী ও মেয়ে। তাদের গ্রেফতারির দাবিতে সরব হন স্থানীয়রা। খবর যায় নোয়াপাড়া থানায়। পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে। পুলিশের তরফে জানানো হয়েছে, দেহের ময়নাতদন্ত হবে। তাতে খুনের কোনও প্রমাণ মিললে তাহলে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে তারা।