5,000 mAh ব্যাটারি সহ লঞ্চ হল Samsung Galaxy A21s দেখে নিন এক ঝলকে

5,000 mAh ব্যাটারি সহ লঞ্চ হল Samsung Galaxy A21s দেখে নিন এক ঝলকে

Galaxy A সিরিজে আরও একটা নতুন ফোন নিয়ে এল Samsung। সম্প্রতি লঞ্চ হয়েছে Samsung Galaxy A21s। এই ফোনে রয়েছে 5,000 mAh ব্যাটারি।
Samsung galaxy a21s price and specification
ফোনের পিছনে রয়েছে চারটি ক্যামেরা। থাকছে হোল-পাঞ্চ ডিসপ্লে। আপাতত ইংল্যান্ডে এই ফোন বিক্রি শুরু হয়েছে। পরে ভারতে লঞ্চ হবে Samsung Galaxy A21s।

এক ঝলকে দেখে নিন Samsung Galaxy A20s স্পেসিফিকেশন

✓ ডুয়াল সিম ।
✓ Samsung Galaxy A21s ফোনে Android 10 অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির One UI 2.0 স্কিন চলবে।
✓ এই ফোনে একটি 6.5 ইঞ্চি HD+ ডিসপ্লে থাকবে।
✓ থাকছে 2GHz octa-core প্রসেসর ।
✓ 3GB RAM আর 32GB পর্যন্ত স্টোরেজ।
✓ তবে এই ফোনে 512 GB পর্যন্ত মাইক্রো এসডি কার্ড ব্যবহার করা যাবে।
✓ Samsung Galaxy A21s ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকবে। এই ক্যামেরায় একটি 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর থাকবে। সাথে থাকবে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা,2 মগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা আর একটি 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর।
✓ সেলফি তোলার জন্য Galaxy A21s ফোনে থাকছে 13 মেগাপিক্সেল সেন্সর।
✓ Samsung Galaxy A21s ফোনের ভিতরে থাকছে একটি 5,000 mAh ব্যাটারি।
✓ 15W ফাস্ট চার্জ সাপোর্ট।
✓ Galaxy A21s ফোনের আয়তন 75.3 x 163.6 x 8.9 মিলিমিটার।
✓ Samsung Galaxy A21s-এর দাম শুরু হচ্ছে 179 ব্রিটিশ পাউন্ড (প্রায় 16,500 টাকা) থেকে।
✓ 19 জুন এই ফোন বিক্রি শুরু হবে।