28/09/2020

নতুন ভেরিয়েন্টে ভারতে লঞ্চ হল Samsung Galaxy A51 দেখুন দাম ও স্পেসিফিকেশন

নতুন ভেরিয়েন্টে ভারতে লঞ্চ হল Samsung Galaxy A51 দেখুন দাম ও স্পেসিফিকেশন

চলতি বছর জানুয়ারিতে ভারতে লঞ্চ হয়েছিল Samsung Galaxy A51। 2020 সালের জানুয়ারি থেকে মার্চে বিশ্বব্যাপী সবথেকে বেশি বিক্রি হয়েছে এই স্মার্টফোন। লঞ্চের সময় এই ফোনে 6GB RAM ছিল। এবার 8GB RAM সহ এই ফোন নিয়ে এল Samsung।
Samsung galaxy A51
এই ফোনে রয়েছে infinity-O ডিসপ্লে। ফোনের পিছনে রয়েছে চারটি ক্যামেরা।

এক নজরে দেখে নিন Samsung Galaxy A51 স্পেসিফিকেশন

✓ ডুয়াল সিম ।
✓ Android 10 অপারেটিং সিস্টেম ।
✓ উপরে কোম্পানির OneUI 2.0 স্কিন চলবে।
✓ এই ফোনে রয়েছে 6.5 ইঞ্চি Super AMOLED হোল-পাঞ্চ ডিসপ্লে।
✓ ফোনের ভিতরে রয়েছে Exynos 9611 চিপসেট ।
✓ 8GB RAM ও 128GB স্টোরেজ।
✓ Samsung Galaxy A51-এর পিছনে চারটি ক্যামেরা থাকছে। এই ক্যামেরায় একটি 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ব্যবহার হয়েছে। সাথে থাকছে 12 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, 5 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা আর 5 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর।
✓ সেলফি তোলার জন্য Galaxy A5-এর সামনে থাকছে একটি 32 মেগাপিক্সেল ক্যামেরা।
✓ Samsung Galaxy A51 ফোনে থাকছে একটি 4,500 mAh ব্যাটারি।
✓ সাথে থাকছে 25W ফাস্ট চার্জ সাপোর্ট।
✓ কানেক্টিভিটির জন্য এই ফোনে রয়েছে 4G VoLTE, Wi-Fi, Bluetooth, GPS/ A-GPS ও USB Type-C পোর্ট।
✓ ভারতে 8GB RAM + 128GB স্টোরেজে Samsung Galaxy A51-এর দাম 27,999 টাকা।
✓ কালো, নীল ও সাদা রঙে এই ফোন পাওয়া যাবে।