01/10/2020

আপনি কি SBI গ্রাহক ? তাহলে ভুয়ো Website থেকে সাবধান…

আপনি কি SBI গ্রাহক? তাহলে ভুয়ো এই ওয়েবসাইট থেকে সাবধান...

এক বিবৃতিতে আজ গ্রাহকদের জানাল দেশের বৃহত্তম ব্যাংক SBI । http://www.onlinesbi.digital – এই নামে ভারতীয় স্টেট ব্যাংকের কোনও ওয়েবসাইট নেই । করোনা রুখতে লকডাউন পরিস্থিতির সুযোগে সাইবার হানা থেকে সতর্ক করতেও গ্রাহকদের অনলাইন লেনদেনের ক্ষেত্রে বিশেষ নজরদারির অনুরোধ করা হয়েছে। পাশাপাশি অনলাইনে আসল ওয়েবসাইটের সন্ধানও দেওয়া হয়েছে।

sbi alart
‘প্রতারকরা নিত্যনতুন পদ্ধতি ও প্রযুক্তির মাধ্যমে সাইবার অপরাধের চেষ্টা করছে।’ টুইটে গ্রাহকদের সতর্ক করেছে SBI।

পাশাপাশি প্রতারণার স্বার্থে পাঠানো ভুয়ো মেসেজ থেকেও সাবধান থাকতে বলা হয়েছে। ‘এমন কোনও সন্দেহজনক মেসেজ পেলে, অবশ্যই ডিলিট করে দিন।’ জানিয়েছে SBI।

গ্রাহকের সঙ্গে এই ধরনের কোনও প্রতারণার চেষ্টা হয়ে থাকলে, [email protected]. এবং [email protected]-এ মেইল করে জানাতে বলা হয়েছে। পাশাপাশি সাইবার ক্রাইমেও রিপোর্ট করতে নির্দেশ দিয়েছে ব্যাংক।