28/10/2020

করোনা মোকাবিলায় দু’দিনের বেতন প্রধানমন্ত্রীর তহবিলে দান করলেন SBI সমস্ত কর্মী

করোনা মোকাবিলায় দু’দিনের বেতন প্রধানমন্ত্রীর তহবিলে দান করলেন SBI সমস্ত কর্মী

করোনা ভাইরাসের সঙ্গে লড়াইয়ে ভারত তথা দক্ষিণ এশিয়ার বৃহত্তম ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (SBI) কর্মীরা প্রত্যেকে তাঁদের দু’দিনের বেতন দান করলেন প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিলে । ওই বিজ্ঞপ্তি থেকে জানা যাচ্ছে,এর ফলে প্রধানমন্ত্রীর তহবিল ‘পিএম কেয়ার্স ফান্ড’-এ ১০০ কোটি টাকা জমা পড়বে। করোনা মোকাবিলায় ওই তহবিল গঠন করা হয়েছে।
গত সপ্তাহে SBI তরফে ঘোষণা করা হয়েছিল, ২০১৯-২০ অর্থবর্ষের বার্ষিক লভ্যাংশের ০.২৫ শতাংশ দান করা হবে তহবিলে।


এসবিআইয়ের চেয়ারম্যান রজনীশ কুমার জানাচ্ছেন, ‘‘এটা অত্যন্ত গর্বের বিষয় যে, আমাদের সমস্ত কর্মীরা স্বেচ্ছায় এগিয়ে এসে তাঁদের দু’দিনের বেতন তুলে দিচ্ছেন ‘পিএম কেয়ার্স ফান্ড’-এ।’ কোভিড-১৯-এর সঙ্গে লড়তে আমাদের সকলকে এবার একসঙ্গে এগিয়ে আসতে হবে।!

Leave a Reply