ঘরে বসেই রোজগারের সুযোগ করে দিল vodafone Idea
![ঘরে বসেই রোজগারের সুযোগ করে দিল vodafone Idea ঘরে বসেই রোজগারের সুযোগ করে দিল vodafone Idea](https://i2.wp.com/imgcdn.wbnews.in/April2020/wbnews.in_20200410152004158.jpg?w=1024&resize=1024%2C&ssl=1)
Airtel ও Jio-র পরে প্রিপেড রিচার্জে কমিশন দিতে শুরু করল Vodafone Idea। অন্য প্রিপেড নম্বর রিচার্জ করে দিলেই মিলবে কমিশন। MyVodafone ও MyIdea অ্যাপ থেকে অন্য নম্বর রিচার্জ করলেই ক্যাশব্যাক পাওয়া যাবে।
সম্প্রতি প্রিপেড রিচার্জে গ্রাহকদের 4.1 শতাংশ কমিশন দিচ্ছে Jio এবং Airtel দিচ্ছে 4 শতাংশ কমিশন।
#RechargeforGood প্রোগ্রামের অধীনে এই কমিশন দিচ্ছে কোম্পানিটি। এই জন্য গ্রাহককে আলাদা কোন অ্যাপ ইন্সটল করতে হবে না। রিচার্জ করার 96 ঘণ্টার মধ্যে ক্যাশব্যাক গ্রাহকের অ্যাকাউন্টে পৌঁছে যাবে।
Vodafone Idea জানিয়েছে 149 টাকা রিচার্জে 10 টাকা ও 249 টাকা রিচার্জে 20 টাকা টকটাইম পাওয়া যাবে। কত টাকা রিচার্জ হচ্ছে তার উপরে ক্যাশব্যাক নির্ভর করবে। সর্বোচ্চ 6 শতাংশ ক্যাশব্যাক পাওয়া যাবে। MyVodafone ও MyIdea অ্যাপ থেকে রিচার্জ করলেই এই সুবিধা পাওয়া যাবে।