28/10/2020

সিকিম নাকি আলাদা রাষ্ট্র ! ভুল বিজ্ঞাপনে ক্ষুব্ধ কেজরিওয়াল

সিকিম নাকি আলাদা রাষ্ট্র ! ভুল বিজ্ঞাপনে ক্ষুব্ধ কেজরিওয়াল

দিল্লি সরকারের দেওয়া বিজ্ঞাপন৷ আর তাতেই সিকিমকে পৃথক রাষ্ট্র হিসেবে উল্লেখ করা হলো! স্বভাবতই এই বিজ্ঞাপনের তীব্র বিরোধিতা করেছে সিকিম৷
null
ভুল স্বীকার করে নিয়ে বিজ্ঞাপন প্রত্যাহার করে নিয়ে সিকিমকে ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ বলে ট্যুইট করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল৷ এই ঘটনা ঘিরে রীতিমতো বিড়ম্বনায় কেজরিওয়াল সরকার৷

ঘটনার সূত্রপাত দিল্লি সরকারের দেওয়া সিভিল ডিফেন্স-এর স্বেচ্ছাসেবকদের যোগ দেওয়ার বিজ্ঞাপনকে ঘিরে৷ বিভিন্ন সংবাদপত্রে সেই বিজ্ঞাপনে লেখা হয়, ভারতের নাগরিক অথবা ভুটান, নেপাল বা সিকিমের প্রজারা অথবা দিল্লির বাসিন্দারা স্বেচ্ছাসেবক হিসেবে যোগ দেওয়ার জন্য আবেদন করতে পারবেন৷
wrong ads in delhi govt
এই বিজ্ঞাপন প্রকাশিত হওয়ার পরই তীব্র ক্ষোভ প্রকাশ করে সিকিম৷ রাজ্যের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং ট্যুইট করে ভুল সংশোধনের জন্য দিল্লি সরকারকে অনুরোধ করেন৷

নেপাল, ভুটানের সঙ্গে দিল্লিকে একই পংক্তিতে বসানোয় ক্ষোভ প্রকাশ করেন তিনি৷ সিকিমের মুখ্যমন্ত্রী মনে করিয়ে দেন, ১৯৭৫ সাল থেকে সিকিম ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ৷

এর পর দিল্লি র লেফট্যানেন্ট গভর্নর অনিল বাইজাল ইতিমধ্যেই একজন বরিষ্ঠ অফিসারকে এই ভুলের জন্য সাসপেন্ড করেছেন। সিভিল ডিফেন্স বিভাগের যেই কর্তা এই বিজ্ঞাপনটি ইস্যু করেছিলেন তাকে সাসপেন্ড করা হয়েছে। এখন কেজরিওয়াল ক্ষমা চান কিনা, সেটাই দেখার।