20/09/2020

স্পেশাল ট্রেন রাজ্যে কোথায় থামবে দেখে নিন এক ঝলকে

স্পেশাল ট্রেন রাজ্যে কোথায় থামবে দেখে নিন এক ঝলকে

মঙ্গলবার থেকে শুরু হচ্ছে আংশিক যাত্রীবাহী ট্রেন পরিষেবা। ১৫ জোড়া বিশেষ ট্রেনের মধ্যে এক জোড়া ট্রেন পেয়েছে পশ্চিমবঙ্গ।
Indian railways
সেটি প্রতিদিন হাওড়া ও নয়াদিল্লি থেকে ছাড়বে। সেটি ছাড়াও রাজ্যের কয়েকটি প্রান্তে দাঁড়াবে কয়েক জোড়া ট্রেন।

✓ হাওড়া-নয়াদিল্লি বিশেষ ট্রেন : বিকেল ৫ টা ৫ মিনিটে হাওড়া থেকে ছাড়বে। পরদিন সকাল ১০ টায় সেটি নয়াদিল্লিতে পৌঁছাবে।

বাংলায় স্টপেজ : সন্ধ্যা ৭ টা ১১ মিনিটে আসানসোলে। সেখানে দু’মিনিটে দাঁড়াবে।

✓ নয়াদিল্লি-হাওড়া বিশেষ ট্রেন : বিকেল ৪ টে ৫৫ মিনিট ছাড়বে। পরদিন সকাল ৯ টা ৫৫ মিনিটে সেটি হাওড়ায় আসবে।

বাংলায় স্টপেজ : আসানসোল । সেখানে দু’মিনিটে দাঁড়াবে।

✓ ডিব্রুগড়-নয়াদিল্লি বিশেষ ট্রেন : রাত ৯ টা ১০ মিনিটে ডিব্রুগড় থেকে ছাড়বে ট্রেনটি। সেটি নয়াদিল্লি পৌঁছাবে তৃতীয় দিন সকাল ১০টা ১৫ মিনিটে।

বাংলায় স্টপেজ : নিউ জলপাইগুড়ি । ১০ মিনিট দাঁড়াবে।

✓ নয়াদিল্লি-ডিব্রুগড় বিশেষ ট্রেন : নয়াদিল্লি থেকে ট্রেনটি ছাড়বে বিকেল ৪ টে ৪৫ মিনিটে। তৃতীয়দিন সকাল ৭ টায় সেটি ডিব্রুগড় পৌঁছাবে।

বাংলায় স্টপেজ : নিউ জলপাইগুড়ি ।

✓ আগরতলা-নয়াদিল্লি বিশেষ ট্রেন : প্রতি সোমবার সন্ধ্যা ৭ টার সময় আগরতলা থেকে ছাড়বে ট্রেন। তৃতীয় দিন সকাল ১১টা ২০ মিনিটে নয়াদিল্লি পৌঁছাবে।

বাংলায় স্টপেজ : নিউ জলপাইগুড়ি ।

✓ নয়াদিল্লি-আগরতলা বিশেষ ট্রেন : প্রতি বুধবার নয়াদিল্লি থেকে সন্ধ্যা ৭ টা ৫০ মিনিটে ছাড়বে ট্রেন। আগরতলা পৌঁছাবে তৃতীয় দিন দুপুর ১ টা ৩০ মিনিটে।

বাংলায় স্টপেজ : নিউ জলপাইগুড়ি।

✓ ভুবনেশ্বর-নয়াদিল্লি বিশেষ ট্রেন : সকাল ১০ টায় ভুবনেশ্বর থেকে ট্রেন ছাড়বে। পরদিন সকাল ১০ টা ৪৫ মিনিটে তা নয়াদিল্লি পৌঁছাবে।

বাংলায় স্টপেজ : হিজলি (খড়্গপুর)।

✓ নয়াদিল্লি-ভুবনেশ্বর বিশেষ ট্রেন : নয়াদিল্লি থেকে বিকেল ৫ টা ৫ মিনিটে ট্রেন ছাড়বে। তা পরদিন বিকেল ৫ টা ২৫ মিনিটে ভুবনেশ্বর পৌঁছাবে।

বাংলায় স্টপেজ : হিজলি (খড়্গপুর)।