27/09/2020

জনধন অ্যাকাউন্টে ৫০০ টাকা পাবেন মহিলারা,কবে কারা টাকা তুলতে পারবেন? জেনে নিন

জনধন অ্যাকাউন্টে ৫০০ টাকা পাবেন মহিলারা,কবে কারা টাকা তুলতে পারবেন? জেনে নিন

তৃতীয় দফার লকডাউন শুরুর প্রথমদিন থেকেই জনধন অ্যাকাউন্ট থাকা মহিলারা টাকা পেতে শুরু করবেন। ইতিমধ্যে প্রথম কিস্তির টাকা পেয়েছেন তাঁরা। আগামী সোমবার থেকে দ্বিতীয় কিস্তির ৫০০ টাকা পাবেন।

শনিবার একটি টুইটবার্তায় আর্থিক পরিষেবার সচিব দেবাশিস পান্ডা বলেন, ‘প্রধানমন্ত্রী গরীব কল্যাণ প্যাকেজের আওতায় প্রধানমন্ত্রী জনধন যোজনার মহিলা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে মে’র ৫০০ টাকার কিস্তি পাঠানো হয়েছে।’

তিনি জানিয়েছেন, ভিড় এড়াতে ও সামাজিক দূরত্বের বিধি মেনে চলার জন্য আটদিন (শনিবার ও রবিবার ধরে) টাকা দেওয়া হবে।

অ্যাকাউন্ট নম্বরের শেষ সংখ্যার ভিত্তিতে নির্দিষ্ট দিনে টাকা তোলা যাবে।
✓ যে মহিলা জনধন গ্রাহকদের অ্যাকাউন্টের শেষে ০ বা ১ রয়েছে, তাঁরা টাকা পাবেন ৪ মে (সোমবার)।

✓ যে মহিলা জনধন গ্রাহকদের অ্যাকাউন্টের শেষে ২ বা ৩ দিয়ে অ্যাকাউন্ট নম্বর শেষ হলে ৫ মে (মঙ্গলবার) টাকা তুলতে পারবেন।

✓ যে মহিলা জনধন গ্রাহকদের অ্যাকাউন্টের শেষে ৪ বা ৫ রয়েছে, তাঁরা ৬ মে (বুধবার) টাকা নিতে পারবেন।

✓ যে মহিলা জনধন গ্রাহকদের অ্যাকাউন্টের শেষে ৬ বা ৭ আছে তারা ৮ মে টাকা পাবেন ।

✓ যে মহিলা জনধন গ্রাহকদের অ্যাকাউন্টের শেষে ৮ বা ৯ আছে তারা ১১ মে টাকা পাবেন ।

পাশাপাশি, ১১ মে’র পর উপভোক্তারা যে কোনও দিন টাকা তুলতে পারবেন।

RuPay cards দিয়ে এটিএম, ব্যাঙ্ক মিত্র ও কাস্টমার সার্ভিস পয়েন্ট (CSP) থেকেও টাকা তোলা যাবে।

আর্থিক পরিষেবা দফতরের নির্দেশিকায় বলা হয়েছে, ‘সরকারের নির্দেশ অনুযায়ী আপাতত অন্য ব্যাঙ্কের এটিএম থেকে টাকা তুললে কোনও টাকা কাটা হবে না।’