13/10/2020

চেন্নাইয়ের সঙ্গে যুক্ত হল পোর্ট ব্লেয়ার অপটিক্যাল ফাইবার কেবল, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

চেন্নাইয়ের সঙ্গে যুক্ত হল পোর্ট ব্লেয়ার অপটিক্যাল ফাইবার কেবল, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আন্দামান-নিকোবরের সঙ্গে অবশিষ্ট দেশকে যুক্ত করে পাতা হল সাবমেরিন অপটিক্যাল ফাইবার কেবল । আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২ হাজার ৩০০ কিলোমিটার লম্বা অপটিক্যাল ফাইবার কেবলের উদ্বোধন করেছেন যা যুক্ত হয়েছে চেন্নাইয়ের সঙ্গে পোর্ট ব্লেয়ার ।

আবার স্বাধীনতার আগে চমক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । আন্দামান-সহ সারা দেশকে “আগাম স্বাধীনতা দিবসের উপহার” দিলেন । সমুদ্রের নীচ দিয়ে ২ হাজার ৩০০ কিলোমিটার লম্বা অপটিক্যাল ফাইবার কেবল দিয়ে জুড়ে যাবে চেন্নাই এবং পোর্ট ব্লেয়ার।

এই সাবমেরিন অপটিক্যাল ফাইবার কেবল পোর্ট ব্লেয়ারের সঙ্গে স্বরাজ দ্বীপ, লিটল আন্দামান, কার নিকোবর, কামোর্তা, গ্রেট নিকোবর, লং আইল্যান্ড এবং রঙ্গটকে যুক্ত করবে।


এই জন্য ভারতের মূল ভূখণ্ড থেকে পোর্ট ব্লেয়ার পর্যন্ত ২ হাজার ৩০০ কিলোমিটার এলাকাজুড়ে কেবল পাতা হয়েছে। প্রকল্পের খরচ পড়েছে ১,২২৪ কোটি টাকা। এবার থেকে প্রতি সেকেন্ডে ৪০০ গিগাবাইট করে করে ইন্টারনেট গতি মিলবে পোর্ট ব্লেয়ার অন্য দ্বীপগুলিতে সেকেন্ডে ২০০ গিগাবাইট।