26/09/2020

উহানে হঠাৎ ৫০% মৃতের সংখ্যা বাড়ল, আবার সন্দেহ চীনের দিকে

উহানে হঠাৎ ৫০% মৃতের সংখ্যা বাড়ল, আবার সন্দেহ চীনের দিকে

করোনা সংক্রমণের আতুরঘর হিসেবে পরিচিত চিনের উহান শহরে শুক্রবার মৃতের সংখ্যা ৫০% বেড়ে দাঁড়াল ৩,৮৬৯।

Covid-19 সংক্রান্ত তথ্য প্রকাশে চিনের স্বচ্ছতা নিয়ে আগেও প্রশ্ন উঠেছে। এ দিন উহান কর্তৃপক্ষ জানিয়েছে, বেশ কিছু ভুল এবং হারিয়ে যাওয়া তথ্যের জেরে করোনায় মৃতের সংখ্যা প্রকাশে প্রভাব পড়েছে। যার ফলে, একধাক্কায় পঞ্চাশ শতাংশ বেড়ে গিয়ে শহরে আরও ১,২৯০টি নতুন মৃত্যুর খবর জানা গেল।

যদিও চিনের এই পদক্ষেপ অনেকেরই সন্দেহ উস্কে দিয়েছে। যাঁরা বলছিলেন, চিন ক্রমাগত করোনা ভাইরাস নিয়ে তথ্য চেপে যাচ্ছে, তাঁরা এবার কথার যুক্তি পাবেন। কারণ, এভাবে সরকারি খাতায় মৃতের সংখ্যা হঠাৎ করে বৃদ্ধি করাটা যথেষ্ট সন্দেহজনক। আমেরিকা বারবার বলে এসেছে, চিনের উদাসীনতার কারণেই গোটা পৃথিবীকে ভুগতে হয়েছে। যদিও সে কথা মানতে নারাজ জিন পিংয়ের দেশ। এখনও পর্যন্ত চিনে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৮৬৯। লক্ষাধিক মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন সেই দেশে। গণকবরে অনেকের শেষকৃত্য হয়েছে। এমনকী, সব সেরে যাওয়ার পরেও চিনে ফিরে এসেছে করোনা সংক্রমণ। শেষ কয়েকদিনে বেশ কয়েকজন আক্রান্তের খবর পাওয়া গিয়েছে। যদিও, পরিস্থিতি নিয়ন্ত্রণে বলেই জানিয়েছে চিন।