25/09/2020

কাবুলে প্রসূতি হাসপাতালে নাশকতা, দায় নিল না তালিবান

কাবুলে প্রসূতি হাসপাতালে নাশকতা, দায় নিল না তালিবান

কাবুলে প্রসূতি হাসপাতালে একাধিক সন্ত্রাসবাদী হামলার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাল ভারত। ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে পাকিস্তানে ঘাঁটি গাড়া সন্ত্রাসবাদী সংগঠনগুলির দিকে।
Afghanistan terrorist Attact death approx 12
মঙ্গলবার আফগানিস্তানের রাজধানীর দস্ত-এ-বার্চি এলাকার ওই হাসপাতালে হামলায় মারা গিয়েছে দুই সদ্যোজাত সহ কমপক্ষে ১২ জন।

ঘটনার জেরে আত্মরক্ষামূলক অবস্থান ছেড়ে তালিবানদের বিরুদ্ধে আক্রমণাত্মক পদক্ষেপের নির্দেশ দিয়েছেন আফগান প্রেসিডেন্ট আশরফ ঘানি।

ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফে বিবৃতিতে ঘটনার নিন্দা করে বলা হয়েচে, ‘শিশু ও মহিলা-সহ নিরপরাধ নাগরিকদের উপরে দস্ত-ই-বার্চির হাসপাতালে এই বর্বরোচিত আক্রমণের তীব্র নিন্দা করছে ভারত।

সেই সঙ্গে নাঙ্গারঘর প্রদেশের অন্ত্যেষ্টি যাত্রা এবং লঘমন প্রদেশে সেনা চেকপয়েন্টের হামলারও সমালোচনা করা হচ্ছে।’

ভারতের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়েছে, এই চরম সংকটকালে আফগানিস্তানে শান্তি ও স্থিতি ফিরিয়ে আনতে সে দেশের সরকার, নাগরিক ও সেনাবাহিনীর পাশে রয়েছে ভারত।

তবে মঙ্গলবার হাসপাতালের উপরে হামলার দায় অস্বীকার করেছে তালিবান গোষ্ঠী। ঘটনায় মারা গিয়েছে ৪ আত্মঘাতী জঙ্গিও। আফগান নিরাপত্তাবাহিনী ৪০ জনকে উদ্ধার করতে সক্ষম হয়েছে।