অনির্দিষ্ট সময়ের জন্য ভারতে লঞ্চ পিছিয়ে দিল Realme

অনির্দিষ্ট সময়ের জন্য ভারতে লঞ্চ পিছিয়ে দিল Realme

মার্চে ভারতে লঞ্চ হওয়ার কথা ছিল Realme Narzo 10 ও Realme Narzo 10A। কিন্তু লকডাউনের কারণে এই ফোন লঞ্চ বাতিল করতে বাধ্য হয়েছিল Realme।

20 এপ্রিল গোটা দেশে ই-কমার্স ডেলিভারি শুরু হওয়ার ঘোষণা করেছিল স্বরাষ্ট্রমন্ত্রক। এর পরে 21 এপ্রিল Narzo সিরিজ লঞ্চের ঘোষণা করেছিল Realme। যদিও সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানানো হয়েছে আপাতত শুধুমাত্র অত্যাবশ্যকীয় পণ্যের ই-কমার্স ডেলিভারি শুরু হবে।

এর পরেই Realme Narzo 10 ও Realme Narzo 10A লঞ্চ অনির্দিষ্ট সময়ের জন্য পিছিয়ে দিয়েছে দিনের কোম্পানিটি।

সম্প্রতি টুইটারে কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে অনির্দিষ্ট সময়ের জন্য Narzo সিরিজ লঞ্চ পিছিয়ে দেওয়া হয়েছে। ভারতে Realme প্রধান মাধব শেঠ জানিয়েছেন, “আমি জানি আপনারা Narzo সিরিজের জন্য অপেক্ষা করে রয়েছেন। কিন্তু সম্প্রতি সরকারের তরফ থেকে অত্যাবশ্যকীয় নয় এমন সব জিনিস ডেলিভারিতে নিষেধাজ্ঞা জারি হওয়ার কারণে লঞ্চ পিছিয়ে দিয়েছি।”

ভারতে 15,000 টাকার কম দামে লঞ্চ হবে Realme Narzo 10। 10,000 টাকার আশেপাশে বাজারে আসতে পারে Narzo 10A।