16/08/2020

মুখ্যমন্ত্রীর দেওয়া মাসিক ১৫০০০ টাকায় চিড়ে ভিজল না বেসরকারি বাস মালিকদের,কাল থেকে চলবে না বেসরকারি বাস

মুখ্যমন্ত্রীর দেওয়া মাসিক ১৫০০০ টাকায় চিড়ে ভিজল না বেসরকারি বাস মালিকদের,কাল থেকে চলবে না বেসরকারি বাস

১ জুলাই থেকে মাসে পনেরো হাজার টাকা করে বাস, মিনিবাস-পিছু আর্থিক সাহায্য দেবে রাজ্য সরকার, এমনটাই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু তাতে সন্তুষ্ট নন বাস মালিক সংগঠনগুলি। তাঁদের দাবি, ভাড়া না বাড়ালে সোমবার থেকে রাস্তায় নামবে না বেসরকারি বাস-মিনি বাস।
সোমবার থেকে বেসরকারি বাস চলবে না
মুখ্যমন্ত্রীর ঘোষণার পর রবিবার জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের নেতারা বৈঠকে বসেন। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয়, ভাড়া বাড়ানো না হলে সোমবার থেকে রাস্তায় নামানো হবে না বাস।

বাস সংগঠনগুলির নেতৃত্বের দাবি, নতুন নিয়মে বাস চালাতে গিয়ে প্রতিদিনই লোকসানের মুখে পড়তে হচ্ছে তাঁদের। দিনপ্রতি প্রায় তিন হাজার টাকা করে লোকসান হচ্ছে।

বাসপিছু যে ভরতুকি দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী, তার জন্যে সরকারের খরচ হবে ২৭ কোটি টাকা। এমন সিদ্ধান্তের তুলনা করোনা-পরিস্থিতিতে সারা দেশে নেই বলেই দাবি বিভিন্ন মহলের।

সেই সঙ্গে বাস-মিনিবাসের চালক-কন্ডাক্টরদের ‘স্বাস্থ্য সাথী’র আওতায় এনে ৫ লক্ষ টাকা করে বার্ষিক স্বাস্থ্যবিমারও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। বাস-শ্রমিকরা এই সিদ্ধান্তে এক কথায় অনেকেই খুশি ।