এই সপ্তাহের দর্শকের পছন্দের মেগা সিরিয়াল কোনটি হল ! জেনে নিন এক ক্লিকে
কৃষ্ণকলিকে পিছনে ফেলে এই সপ্তাহের দর্শকের পছন্দের মেগা সিরিয়াল হল স্টার জলসার মোহর । মোহর আর শঙ্খ স্যারের টানটান রসায়নের উপর ভর করেই এই সপ্তাহের টিআরপি তালিকায় শীর্ষ স্থানে উঠে এল স্টার জলসার এই ধারাবাহিক । এদিন ০.৩ পয়েন্টে কৃষ্ণকলিকে পিছনে ফেলল মোহর। দারুণ খুশি গোটা টিম।
সপ্তাহের টেলিভিশন রেটিং পয়েন্ট তথা TRP তালিকায় ১১.২ পয়েন্টের সঙ্গে প্রথম স্থানে উঠে এল মোহর। অন্যদিকে ১০.৯ পয়েন্ট পেয়ে দু-নম্বরে নেমে গেল কৃষ্ণকলি। যদিও করুণাময়ী রানি রাসমণীর রেটিংয়ে কোনও হেরফের হয়নি। একই নম্বর নিয়ে তৃতীয়স্থান ধরে রাখল দিতিপ্রিয়া রায় অভিনীত এই পিরিয়ড ড্রামা।
দ্বিতীয় ও তৃতীয় স্থানে জি বাংলার সিরিয়াল থাকলেও এই সপ্তাহে প্রথম দশে ছয়টি সিরিয়াল স্টার জলসার। ‘সাঁঝের বাতি’, ‘খড়কুটো’, ‘যমুনা ঢাকি’, ‘শ্রীময়ী’, ‘ভাগ্যলক্ষ্মী’-সেরা দশে পরপর জায়গা করে নিয়েছে এই ধারাবাহিকগুলি।
এক নজরে দেখে নিন দর্শকের পছন্দের কোন সিরিয়াল কোন স্থানে রয়েছে