30/09/2020

ATM ব্যবহার করার আগে অবশ্যই জেনে রাখুন এই নিয়ম

SBI ATM rules in Corona update

ATM থেকে টাকা তুলতে গেলে কি কি সতর্কতা অবলম্বন করবেন স্টেট ব্যাঙ্কের তরফে ট্যুইটে জানানো হয়েছে ।

✓ করোনার জন্য আগামী তিন মাস স্টেট ব্যাঙ্ক-সহ দেশের সমস্ত সরকারি ও বেসরকারি ব্যাঙ্কের এটিএম থেকে এবার বিনামূল্যে লেনদেন করতে পারবেন গ্রাহকরা ৷
✓মিনিমাম ব্যালেন্স রাখার নিয়ম তুলে নিয়েছে সরকার ৷
✓ পাশাপাশি এটিএমে লেনদেনর আগামী তিন মাসে গ্রাহকদের থেকে কোনও চার্জ নেওয়া হবে না ৷
✓স্টেট ব্যাঙ্কের তরফে ট্যুইটে জানানো হয়েছে, এটিএম থেকে টাকা তুলতে গেলে সতর্ক থাকুন ৷ এর জন্য ব্যাঙ্কের তরফে বেশ কিছু নিয়ম জানানো হয়েছে ।

✓ এটিএম রুমে আগে থেকেই কেউ থাকলে সেখানে ঢুকবেন না ৷ বাইরে দাঁড়িয়ে থেকে আপনার নম্বর আসার জন্য অপেক্ষা করুন ৷
✓এটিএম থেকে টাকা তুলতে যাওয়ার আগে অবশ্যই বাড়ি থেকে হাত ধুয়ে যান ৷ পারলে সঙ্গে করে স্যানিটাইজার নিয়ে যান ৷ কিছুক্ষণ পর পর হাত স্যানিটাইজ করুন ৷
✓আপনার যদি জ্বর, সর্দি -কাশি থাকে তাহলে এটিএমে না যাওয়ায় ভাল ৷ হাঁচি বা কাশির সময় মুখ ঢেকে রাখুন ৷ ব্যবহার করা টিস্যু বা রুমাল এটিএমে ফেলবেন না ৷
✓খুব দরকার না পড়লে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করুন লেনদেনের জন্য ৷

Leave a Reply