বিদ্যুৎ বিক্ষোভের জেরে মাথা ফাটল মেটিয়াবুরুজের তৃণমূল বিধায়কের

বিদ্যুৎ বিক্ষোভের জেরে মাথা ফাটল মেটিয়াবুরুজের তৃণমূল বিধায়কের

বিদ্যুতের দাবিতে বিক্ষোভ প্রশমণে গিয়ে ইটের ঘায়ে মাথা ফাটল শাসকদলের বিধায়কের। মঙ্গলবার বিকেলে ঘটনাটি ঘটে কলকাতার দক্ষিণ শহরতলির নাদিয়াল থানার কাঞ্চনতলা এলাকায়।

স্থানীয়রা জানিয়েছেন, ঘূর্ণিঝড় আমফান চলে যাওয়ার ৬ দিন পরেও নাদিয়ালের একাংশে বিদ্যুৎসংযোগ ফেরেনি। যদিও এলাকার একাংশে বিদ্যুৎ এসেছে। এতেই যে অংশে বিদ্যুৎ আসেনি সেখানকার বাসিন্দারা পথ অবরোধ শুরু করেন।

পালটা পথ অবরোধ তুলে নেওয়ার দাবিতে বিক্ষোভ দেখাতে থাকেন যে দিকে বিদ্যুৎ এসেছে সেখানকার মানুষজন। কিছুক্ষণের মধ্যে ২ পক্ষের সংঘর্ষ বাঁধে।

জানা গিয়েছে, ২ পক্ষই একে অপরকে লক্ষ্য করে ইটবৃষ্টি শুরু করে। তখন ঘটনাস্থলে পৌঁছন মেটিয়াবুরুজের তৃণমূল বিধায়ক আবদুল খালেক মোল্লা। ইট উড়ে এসে পড়ে তাঁর মাথায়। রক্তাক্ত অবস্থায় রাস্তার ওপরেই বসে পড়েন তিনি।

তাঁর মুখেও আঘাত লেগেছে বলে খবর মিলেছে। খবর পেয়ে নাদিয়াল থানা থেকে পুলিশবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।