26/09/2020

পশ্চিমবঙ্গে করোনায় মৃত বেড়ে ১৭১, আক্রান্ত আরও ১০৮ : স্বরাষ্ট্রসচিব

পশ্চিমবঙ্গে করোনায় মৃত বেড়ে ১৭১, আক্রান্ত আরও ১০৮ : স্বরাষ্ট্রসচিব

পশ্চিমবঙ্গে করোনায় মৃতের সংখ্যা বেড়ে হল ১৭১। যদিও রাজ্য সরকারি হিসাবে মৃতের সংখ্যা ৯৯ বলে শনিবার নবান্নে জানিয়েছেন স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়।

এদিন স্বরাষ্ট্রসচিব জানান, পশ্চিমবঙ্গে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১,৭৮৬। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১০৮ জন। মৃত্যু হয়েছে ১১ জনের। সুস্থ হয়েছেন ৪৯ জন।

এর ফলে পশ্চিমবঙ্গে বর্তমানে করোনা আক্রান্ত অবস্থায় চিকিৎসাধীনের সংখ্যা বেড়ে হয়েছে ১,২৪৩ জন। পশ্চিমবঙ্গে মোট ৩৭২ জন করোনা রোগী সুস্থ হয়ে উঠেছেন বলে জানিয়েছেন তিনি।

সঙ্গে তিনি জানিয়েছেন, পশ্চিমবঙ্গে গত ২৪ ঘণ্টায় ৩,৬০০ নমুনা পরীক্ষা হয়েছে। যার ফলে পশ্চিমবঙ্গে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ৩৯,০০০।

কাজ করা শুরু করেছে কলকাতা মেডিক্যালের করোনা পরীক্ষাগার। ফলে রাজ্যে করোনা পরীক্ষাগারের সংখ্যা বেড়ে হয়েছে ১৮।