27/09/2020

এক ঝলকে দেখে নিন আজ নবান্নে মুখ্যমন্ত্রী কি বললেন

এক ঝলকে দেখে নিন আজ নবান্নে মুখ্যমন্ত্রী কি বললেন

✓আজ রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৯৫। কালকের পর নতুন করে আক্রান্তের সংখ্যা ৬।
✓ ৭০টা কেস ২০ টা পরিবার। সবটাই পরিবার ভিত্তিক গোষ্ঠী সংক্রমণ নয়।
✓ বাংলার তিন দিকে সীমান্ত রয়েছে। সেগুলোর ওপর নজরদারি জোরদারের অনুরোধ। অমিত শাহকে জানিয়েছি, বাইরে থেকে কিছু লোক ঢোকার চেষ্টা করছেন। বাংলা যদি বিপদে পড়ে তাহলে গোটা উত্তর-পূর্ব ভারত বিপদে পড়বে।
✓ অত্যাবশ্যকীয় পন্য ছাড়া আন্তর্জাতিক বিমান চালানো যাবে না।
✓ ৫০০০ লোক সরকারের কোয়ারেন্টিনে রয়েছে।
✓ ১০ জুন পর্যন্ত বন্ধ স্কুল কলেজ
✓ রাজ্যে কোথায় জমায়েত হবে না। দ্রোনের মাধ্যমে জমায়েতে নজরদারি করা হবে।
✓ ৩০ এপ্রিলের পর পরিস্থিতির পর্যালোচনা করা হবে।
✓ বেকারি গম এবং তেলের মিল চালু হচ্ছে।
✓ অসংগঠিত ও ক্ষুদ্র শিল্পের জন্য বিশেষ প্যাকেজ।
✓ যৌনপল্লি এবং বিহন্নলা পল্লিতে সাহায্যের বিশেষ ব্যবস্থা করতে হবে।
✓ সব জায়গায় নিয়ম মেনে কাজ করতে হবে।
✓ আগামী দু-দিন বন্ধ থাকবে নবান্ন। সম্পূর্ণ জীবানুমুক্তকরণের কাজ চলবে।
✓ মুদির দোকান সকাল ১০টা থেকে ৬টা পর্যন্ত খোলা থাকবে।
✓ বড় দোকান খোলার সময়সীমা বাড়ল।
✓ অ্যাপের মাধ্যমে শস্য কেনা যাবে।
✓ রাজ্য অনেক আগেই লকডাউন বাড়ানোর ,কথা ভেবেছে।
✓ ভুয়ো খবরে বিশ্বাস করবেন না।
✓ রাজ্যে কোথাও কোনও জমায়েত হবে না।
✓ লকডাউনের মাঝেও মানবিক হতে হবে।
✓ ধান কাটার সঙ্গে কোনও সমঝোতা করা হবে না। চাষীদের জন্য তৈরি হবে মোবাইল অ্যাপ। সেই মতো সাহায্য করা হবে তাঁদের।
✓ প্রত্যেকটা ওয়ার্ড স্যানিটাইজ করার নির্দেশ।
✓ এপ্রিলের শেষ সপ্তাহে ফের মিড ডে মিল দেওয়া হবে।
✓ জিএসটি বাবদ বকেয়া আড়াই হাজার কোটি টাকা মিটিয়ে দিতে বলেছি কেন্দ্রকে। প্রধানমন্ত্রীর কাছে ২৫ হাজার কোটি টাকা চেয়েছি। অসংগঠিত এবং ক্ষুদ্রশিল্পের জন্য প্যাকেজ চেয়েছি।

Leave a Reply