22/09/2020

আজ নবান্নে কি বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

আজ নবান্নে কি বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

✓ আজ করোনা আক্রান্তের সংখ্যা 132 ।
✓ সুস্থ হলেন 42 ।
✓ মৃত্যু হয়েছে 7 জনের ।
✓ উচ্চ মাধ্যমিকের বাকি ৩ টি পরীক্ষা হবে জুন মাসে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
✓ ক্লাস ১১ এর কোন পরীক্ষা হবে না তারা পাস করানো হবে ।
✓ কলেজ ছাত্র ছাত্রীদের শুধু ফাইনাল সেমিস্টার পরীক্ষা দিতে হবে ।
✓ প্রত্যেকে একটি সেমিস্টার এগিয়ে যাবে ।
✓ 15 মে পর্যন্ত বন্ধ থাকবে ICDS সেন্টার ।
✓ 20-30 শে এপ্রিল মিড ডে মিল খাবার পৌঁছে যাবে বাড়িতে ।
✓ অভিযোগ জানান 1070 নম্বর এ ।
✓ মাস্ক না পড়লে পুলিস বাড়ি ফেরাতে পারে ।
✓ দুরত্ব বজায় রেখে 100 দিনের কাজ হবে 20 তারিখের পর থেকে ।
✓ মহারাষ্ট্রের আটকে থাকা পরিবারকে কিছু সাহায্য করবেন বললেন মুখ্যমন্ত্রী ।
✓ সব জুটমিল খোলার অনুমতি দিলেন মুখ্যমন্ত্রী ।
✓ রাজ্যে সব চটকল খোলা হবে ।
✓ খবর পেলেই এগিয়ে যাব ।
✓ সরকার চাইলে যেকোন জায়গায় করোনা হাসপাতাল করতে পারি বললেন মুখ্যমন্ত্রী ।
✓ কাউকে চাকরি থেকে বরখাস্ত করবেন না ।
✓ ডক্টর, মেডিকেল স্টাফরা পরপর সাত দিন ডিউটি দিলে সাত দিন ছুটি পাবেন ।