24/09/2020

আজ নবান্নে কি বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

আজ নবান্নে কি বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

✓ আজ দুপুর পর্যন্ত করোনা আক্রান্ত 61 ।
✓ করোনা লক ডাউন কতদিন চলবে জানা নেই ।
✓ এখন রাজনীতি করবেন না ।
✓ করোনা মোকাবিলায় বোর্ড গঠন করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ।
✓ গ্লোবাল অ্যাডভাইসরি বোর্ড গঠন করলেন ।
✓ গ্লোবাল অ্যাডভাইসরি বোর্ড এ নেতৃত্ব দেবেন অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় ।
✓ গ্লোবাল অ্যাডভাইসরি বোর্ড এ থাকবেন ড: স্বরূপ সরকার , অভিজিৎ চৌধুরী , সুকুমার মুখোপাধ্যায় ।
✓ পশ্চিমবঙ্গের ৯৯% করোনা আক্রান্তের সংখ্যা বিদেশী ।
✓ চা বাগান এখন খোলা হবে না বললেন মুখ্যমন্ত্রী।
✓ আক্রান্তদের মধ্যে ৭ পরিবারের ৫৫ জন আছে ।
✓ ২ লাখ ৭ হাজার ১০০ PPE পেয়েছে রাজ্য ।
✓ কেন্দ্র সরকার 3000 PPE দিয়েছে ।
✓ ১০ হাজার N 95 মার্কস দিয়েছে কেন্দ্র ।
✓ গুরুতর অসুস্থ হলে বাঙ্গুর হাসপাতাল এ যান বললেন মুখ্যমন্ত্রী ।
✓ করোনা রুগী পরিবারের উপর জুলুম করবেন না ।
✓ মাস্ক না পেলে গেঞ্জি কাপড় মুখে দিয়ে বাজার করুন ।
✓ থার্মাল গান পেয়েছি ৫০০০ ।
✓ রাজ্যে ওষুধের অভাব নেই ।
✓ গরম জলে পাতি লেবু দিয়ে খান বললেন মুখ্যমন্ত্রী ।
✓ ডাল ভাত ডিম সিদ্ধ খান বললেন মুখ্যমন্ত্রী ।
✓ রাজ্যে 511 কয়ান্টিন সেন্টার ।
✓ ফেক নিউজ ছড়াবেন না ।

Leave a Reply