26/10/2020

কয়েক মিনিটের মধ্যে দক্ষিণবঙ্গ জুড়ে হানা দিতে চলেছে ঝড়-বৃষ্টি

কয়েক মিনিটের মধ্যে দক্ষিণবঙ্গ জুড়ে হানা দিতে চলেছে ঝড়-বৃষ্টি

আমফানের তাণ্ডবের ৭ দিনের মাথায় দক্ষিণবঙ্গে হানা দিল প্রবল কালবৈশাখি। বুধবার বিকেলে ছোটনাগপুরের মালভূমিতে তৈরি শক্তিশালী মেঘকোষগুলির জেরে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলার ওপর দিয়ে ইতিমধ্যে বয়ে গিয়েছে ঝড়। কিছু জেলায় কিছুক্ষণের মধ্যে শুরু হবে ঝড়-বৃষ্টি।
kalboisakhi
ইতিমধ্যে পুরুলিয়া, পশ্চিম বর্ধমানের বিস্তীর্ণ এলাকায় ঝড়-বৃষ্টি হয়ে গিয়েছে। এই মুহূর্তে ঝড়বৃষ্টি চলছে পূর্ব বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে।

কিছুক্ষণের মধ্যে ঝড়বৃষ্টি শুরু হবে পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ, হুগলি ও হাওড়ায়। ৫ টার পর ঝড়বৃষ্টি আঘাত হানতে পারে কলকাতা, ২৪ পরগনা ও নদিয়ায়।

ঝড়বৃষ্টির জেরে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে বইতে পারে হাওয়া। সঙ্গে হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি। কোথাও বিক্ষিপ্ত ভাবে হতে পারে শিলাবৃষ্টি। দক্ষিণবঙ্গের প্রায় সব জায়গায় এদিন ঝ়ড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।