25/09/2020

আজ আবার আমফানে তছনছ হওয়া দক্ষিণ ২৪ পরগনা আকাশপথে পরিদর্শন করবেন মমতা

আজ আবার আমফানে তছনছ হওয়া দক্ষিণ ২৪ পরগনা আকাশপথে পরিদর্শন করবেন মমতা

আমফান বিধ্বস্ত এলাকা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ঘুরে দেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ আজ অর্থাত্‍ শনিবার ফের দক্ষিণ ২৪ পরগনার ঘূর্ণিঝড় বিধ্বস্ত এলাকা হেলিকপ্টারে পরিদর্শন করবেন মমতা৷

আমফানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে দক্ষিণ ২৪ পরগনা৷ এদিন হেলিকপ্টারে করে গোসাবা, বাসন্তী, নামখানা, কাকদ্বীপ ইত্যাদি এলাকার পরিস্থিতি দেখবেন৷ পরে কাকদ্বীপে প্রশাসনিক সভা করবেন মমতা৷
Mamata Banerjee visit again South 24 Pgs in helicopter
আমফান মোকাবিলায় রাজ্য প্রশাসনের প্রশংসাই করেছেন প্রধানমন্ত্রী৷ বসিরহাটে তিনি বলেন, ‘ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গ সরকার আমফান মোকাবিলায় খুব ভাল কাজ করেছে৷’

নবান্ন সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত শুধু গাছ পড়েই মারা গিয়েছেন ২৭ জন। তড়িতাহাত হয় মৃত্যু হয়েছে ২২ জন। দেওয়াল ভেঙে ২১ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও বাড়ি ভেঙে, সাপের কামড়ে, জলে ডুবে, ল্যাম্পপোস্ট পড়ে মোট ১৬জন মারা গেছেন।