26/09/2020

কাজ শুরুর অনুমতি পেল টলিগঞ্জ,তবে শুটিং না শুধু ‘এডিং-ডাবিং’

কাজ শুরুর অনুমতি পেল টলিগঞ্জ,তবে শুটিং না শুধু ‘এডিং-ডাবিং’

করোনা সংকটে থমকে গিয়েছে জনজীবন। এই মহামারীর জেরে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত বিনোদন ইন্ডাস্ট্রি।লকডাউন শুরুর আগে থেকেই থমকে গিয়েছে শ্যুটিংয়ের কাজ। গত ১৮ মার্চ থেকে তালাবন্ধ টলিগঞ্জ।

টেকনিশিয়ান থেকে ভারতলক্ষ্মী সর্বত্রই এক ছবি। মঙ্গলবার নবান্নের সভাঘরে করোনা পরিস্থিতি নিয়ে বৈঠকে টলিগঞ্জের শিল্পীদের কাজ শুরু করার অনুমতি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি জানান- এডিটিং ও ডাবিংয়ের কাজ এখন শুরু করা যাবে। অর্থাৎ পোস্ট প্রোডাকশনের কাজ শুরু করার অনুমতি পেল টলিগঞ্জ। তবে এখনই শ্যুটিং শুরুর অনুমতি মেলেনি। তার জন্য দিন কয়েক অপেক্ষা করতে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়।

ইতিমধ্যেই নবান্নের তরফে নির্দেশিকা জারি করা হয়েছে ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাসের উদ্দেশ্যে, জানানো হয়েছে ইমপা, আর্টিস্ট ফোরামের সঙ্গে আলোচনার পর পোস্ট প্রোডাকশনের কাজের অনুমতি দেওয়া হল।
talliganj is now work time only post production say mamta
তবে নির্দেশিকায় পরিষ্কার জানানো হয়েছে- কনটেনমেন্ট জোনের বাইরে অবস্থিত এডিটিং,ডাবিং,মিক্সিং স্টুডিও গুলিতেই একমাত্র কাজ করা যাবে। কাজের সময় করোনা সংক্রান্ত সব সুরক্ষা মেনে চলতে হবে। হাইজিনের বিষয়টি খেয়াল রাখতে হবে।