30/09/2020

চিনা অ্যাপ রুখতে যে ৪ টি অ্যাপ আপনার মোবাইলে ব্যাবহার করতে পারবেন: এক নজরে

চিনা অ্যাপ রুখতে যে ৪ টি অ্যাপ আপনার মোবাইলে ব্যাবহার করতে পারবেন: এক নজরে

দেশজুড়ে করোনার ত্রাসের মাঝেই লাদাখে চিনা আগ্রাসন। চিনের এমনতর আচরণে তাদের উপর দেশের মানুষজন রীতিমতো যেমন খাপ্পা, তেমনই নানা চিনা পণ্য থেকে শুরু করে চিনা অ্যাপ, সফ্টওয়্যার বয়কটের ডাকে কিছু দিন ধরেই সরগরম সোশ্যাল মিডিয়া। দেশের তারকারাও চিনা অ্যাপ ব্যবহার বন্ধ করতে বলে ট্যুইট করেছেন।

চিনা অ্যাপ TikTok মাঝে মধ্যেই ব্যবহার করতেন অভিনেতা এবং মডেল মিলিন্দ সোমন। তিনিও উড়িয়ে দেন এই শর্ট ভিডিয়ো মেকিং অ্যাপ TikTok। ‘শরীর এবং দেশ… দুটোই ভালো রাখার একটাই উপায়। চিনা পণ্য বন্ধ। শরীরের জন্য দেশি গুড়, আর রাষ্ট্রের জন্য দেশি পণ্য।’


ট্যুইটারে চিনা পণ্য বয়কটের ডাক দিয়েছিলেন যোগগুরু বাবা রামদেবও। নিজের মোবাইল থেকে সমস্ত চাইনিজ অ্যাপ ডিলিট করে দিয়েছিলেন বাবাজি। আর তার পরই ইনস্টল করেছিলেন Flipkart, ShareChat এবং Roposo-র মতো অ্যাপগুলি।

চিনা অ্যাপ বন্ধের অনুরোধে এগিয়ে এসেছিলেন ইন্ডিয়ান আইডল খ্যাত গায়ক অভিজিৎ সাওয়ান্তও। ট্যুইটারে তিনি লিখেছিলেন, ‘নাগরিক হিসেবে আমাদের উচিত, আত্মনির্ভর হওয়া।

কোন চিনা অ্যাপের পরিবর্তে কোন অ্যাপ ব্যাবহার করতে পারেন

✓ Tiktok এর পরিবর্তে Roposo | Sharechat | Mitron App ব্যাবহার করতে পারেন

✓ UC Browser এর পরিবর্তে Google Chrome | Mozilla Firefox | JioBrowser ব্যাবহার করতে পারেন ।

✓ Cam Scanner এর পরিবর্তে Adobe Scan ব্যাবহার করতে পারেন ।

✓ BeautyPlus এবং YouCam Perfect-এর পরিবর্তে Indian Selfie Camera ব্যাবহার করতে পারেন ।