02/10/2020

UGC নতুন গাইডলাইন সেপ্টেম্বরের মধ্যেই হবে ফাইনাল সেমের পরীক্ষা

UGC নতুন গাইডলাইন সেপ্টেম্বরের মধ্যেই হবে ফাইনাল সেমের পরীক্ষা

স্বরাষ্ট্রমন্ত্রকের অনুমতি মিলল কাল সন্ধাতে। তারপরেই মানবসম্পদ ও বিকাশ মন্ত্রক বলে দিল যে সেপ্টেম্বরের মধ্যে বিশ্ববিদ্যালয়গুলিকে ফাইনাল ইয়ারের পরীক্ষা নিতে হবে।

এর আগে জুলাইয়ের মধ্যে পরীক্ষা প্রক্রিয়া মেটাতে হবে বলে জানিয়েছিল মন্ত্রক। কিন্তু covid-19 কেসের সংখ্যা বাড়ায় এই সিদ্ধান্ত নেওয়া হল।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি-র) সংশোধিত গাইডলাইনসে এই কথা বলা হয়েছে যারা সেপ্টেম্বরে কোনও কারণে পরীক্ষা দিতে পারবেন না, তাদের জন্য পরে পরীক্ষা দেওয়ার একটা সুযোগ দেওয়া হবে ।

কুহাড কমিটির সুপারিশ মেনেই পরীক্ষার গাইডলাইনস দিয়েছে ইউজিসি। অফলাইন, অনলাইন বা মিশ্র প্রক্রিয়ায় এই পরীক্ষা নেওয়া হবে।


UGC জানিয়েছে পড়ুয়াদের স্বাস্থ্য ও তাদের কেরিয়ার, দুটির কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সারা বিশ্বে স্বীকৃতির জন্য পরীক্ষা নেওয়াটি জরুরি ছিল বলেই জানিয়েছে UGC ।

কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পরবর্তী সময়ে অ্যাডমিশনের ক্ষেত্রে আলাদা করে নির্দেশিকা জারি করতে পারে UGC। ২০২০-২১ শিক্ষাবর্ষও আরো পিছিয়ে যাবে বলে মনে করা হচ্ছে।