26/09/2020

হান্দওয়ারায় শহিদ সুরক্ষাকর্মীদের বীরত্ব ও আত্মবলিদান দেশবাসী ভুলবে না বললেন প্রধানমন্ত্রী

হান্দওয়ারায় শহিদ সুরক্ষাকর্মীদের বীরত্ব ও আত্মবলিদান দেশবাসী ভুলবে না বললেন প্রধানমন্ত্রী

হান্দওয়ারা এনকাউন্টারে নিহত পুলিশকর্মী ও জওয়ানদের শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একইসঙ্গে প্রতিশ্রুতি দিলেন, শহিদ সুরক্ষাকর্মীদের বীরত্ব ও আত্মবলিদান দেশবাসী কখনও ভুলবে না।

রবিবার দুপুরে একটি টুইটবার্তায় মোদী বলেন, ‘হান্দওয়ারায় বীর শহিদ জওয়ান ও সুরক্ষাকর্মীদের প্রতি শ্রদ্ধা (জানাচ্ছি)।

তাঁদের বীরত্ব ও আত্মবলিদান কখনও ভুলে যাওয়া যাবে না। তাঁরা সর্বাধিক একনিষ্ঠতার সঙ্গে দেশের সেবা করেছেন এবং আমাদের নাগরিকদের রক্ষা করতে নিরলসভাবে কাজ করেছিলেন। তাঁদের পরিবার ও বন্ধুবান্ধবের প্রতি সমবেদনা (জানাচ্ছি)।’

কর্নেল,মেজর-সহ হান্দওয়ারা এনকাউন্টারে মৃত্যু চার জওয়ান

সেনা জানিয়েছে, ২১ রাষ্ট্রীয় রাইফেলস ব্যাটেলিয়নের কর্নেল আশুতোষ শর্মা, মেজর অনুজ, পুলিশ সাব-ইনস্পেক্টর শাকিল কাজি, একজন ল্যান্স নায়েক ও একজন রাইফেলম্যানের মৃত্যু হয়েছে।