07/10/2020

এবার বাড়ি বসেই রিচার্জ করুন সরকারি বাস, ট্রাম ও ফেরির স্মার্ট কার্ড, মিলবে বোনাসও,জেনে নিন বিস্তরে

এবার বাড়ি বসেই রিচার্জ করুন সরকারি বাস, ট্রাম ও ফেরির স্মার্ট কার্ড, মিলবে বোনাসও,জেনে নিন বিস্তরে

এবার বাড়ি বসেই সরকারি বাস, ট্রাম ও ফেরির স্মার্টকার্ড রিচার্জ করার সুবিধা নিয়ে এলো রাজ্য সরকারের পরিবহন দপ্তর । রবিবার থেকে নয়া পরিষেবা চালু করল রাজ্য পরিবহণ নিগম (WBTC)। ফলে নিত্যযাত্রীদের রিচার্জ করানো ঝক্কি অনেকটাই কমবে বলে মনে করছে পরিবহণ নিগম।

রাজ্যর সরকারি বাস,ট্রাম ও ফেরির নিত্য যাত্রীদের সুবিধার কথা ভেবে আগেই চালু ছিল স্মার্ট কার্ড । ফলে নগদ টাকা দেওয়ার ঝামেলা কমেছে। প্রায় ৩০ হাজার যাত্রী এই পরিষেবা ব্যবহার করেন। এতদিন সেই কার্ড রিচার্জ করতে হলে নিগমের নির্দিষ্ট করা ৩০টি পয়েন্ট অফ সেলস কাউন্টারে যেতে হত যাত্রীদের। কলকাতায় মোট ১৪টি এই ধরণের কাউন্টার আছে।
করোনা মহামারী আবহে অনেকেই সেই কাউন্টারে যেতে চাইছেন না। তাই এবার বাড়ি বসেই কার্ড রিচার্জের সুবিধা নিয়ে এলো পরিবহন নিগম ।

কীভাবে স্মার্ট কার্ড রিচার্জ করবেন দেখে নিন এক নজরে

✓ এই লিঙ্কে ক্লিক করুন onlinerecharge.wbtc.co.in ।
✓ এই পোর্টালে গিয়ে স্মার্টকার্ড ব্যবহারকারীদের মোবাইল নম্বর বা কার্ড নম্বরটি দিতে হবে।

✓ এরপর কত টাকার রিচার্জ করতে চান, সেই অপশনে ক্লিক করতে হবে।

✓ ন্যূনতম ১০০ টাকা থেকে সর্বোচ্চ ১৫০০ টাকা পর্যন্ত রিচার্জ করা যাবে।

✓ অপশন সিলেক্ট করলে পেমেন্ট অপশন আসবে।

✓ ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড বা নেট ব্যাঙ্কিং মাধ্যমে টাকা দেওয়া যাবে।

✓ এই পোর্টাল থেকে রিচার্জ করলেই মিলবে ১০ শতাংশ বোনাস অর্থাৎ ১০০ টাকার রিচার্জ করলে মিলবে ১১০ টাকা।