24/09/2020

কয়েক ঘণ্টার মধ্যে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় হানা দেবে প্রবল কালবৈশাখি

কয়েক ঘণ্টার মধ্যে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় হানা দেবে প্রবল কালবৈশাখি

মরশুমের শেষ বেলায় দক্ষিণবঙ্গে ফের একবার হানা দিতে চলেছে কালবৈশাখি। রবিবার দুপুরে পশ্চিমবঙ্গ সীমান্ত লাগোয়া ছোটনাগপুরের মালভূমিতে তৈরি হয়েছে একাধিক শক্তিশালী মেঘকোষ।

ক্রমশ দক্ষণ-পূর্ব দিকে এগোচ্ছে সেগুলি। যার ফলে আগামী কয়েকঘণ্টায় দক্ষিণবঙ্গের সমস্ত জেলার ওপর দিয়ে বইতে পারে প্রবল ঝোড়ো হাওয়া।

মেঘকোষ গুলির প্রাথমিক গতিবিধি থেকে অনুমান, আগামী ১ ঘণ্টার মধ্যে বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান ও বাঁকুড়া জেলার ওপর দিয়ে বয়ে যাবে কালবৈশাখী ।

সন্ধ্যায় দুর্যোগ পৌঁছবে পশ্চিম মেদিনীপুর, পুর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান ও হুগলির একাংশে। সন্ধের পর কালবৈশাখি আছড়ে পড়বে হাওড়া, কলকাতা, নদিয়া ও উত্তর ২৪ পরগনায়। আরও রাতে কালবৈশাখি হতে পারে দক্ষিণ ২৪ পরগনায়। ইতিমধ্যে পুরুলিয়ার একাংশে দুর্যোগ শুরু হয়েছে।

কালবৈশাখির জেরে বেশ কিছু জায়গায় প্রবল বেগে হাওয়া বইতে পারে। সঙ্গে হতে পারে শিলাবৃষ্টি। একই সঙ্গে দক্ষিণবঙ্গের সর্বত্র বজ্রপাতের সতর্কতা জারি করা করা হচ্ছে।