28/10/2020

‘না আছে রাজভোগ, না আছে রসগোল্লা ! আছে শুধু কাঁচকলা’- কেন্দ্রের আত্মনির্ভর প্যাকেজ নিয়ে মন্তব্য মমতার

‘না আছে রাজভোগ, না আছে রসগোল্লা ! আছে শুধু কাঁচকলা’- কেন্দ্রের আত্মনির্ভর প্যাকেজ নিয়ে মন্তব্য মমতার

আগেই ইঙ্গিত দিয়েছিলেন যে কেন্দ্রের আর্থিক প্যাকেজ বিলকুল নাপসন্দ তাঁর। এদিন নবান্নে বসে মুখ্যমন্ত্রী চূড়ান্ত মূল্যায়ন করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের আত্মনির্ভর ভারত প্যাকেজের।
Mamata Banerjee
পর পর পাঁচদিন ধরে সাংবাদিক বৈঠক করে বিভিন্ন সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। সেটিকে কটাক্ষ করে মমতা বলেন যে ভালো ভালো মিষ্টির আশা দেখালেও শেষ পর্যন্ত বাংলার ভাগ্যে জুটেছে কাঁচকলা।

মমতা বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য মুখ্যমন্ত্রীদের দাবি মেনে জিএসডিপির ওপর তিন শতাংশের জায়গায় পাঁচ শতাংশ করে দিয়েছে কেন্দ্র। কিন্তু শুধু আধ শতাংশ মিলবে বিনা শর্তে। বাকি দেড় শতাংশ অতিরিক্ত অর্থ পেতে হলে মানতে হবে নানান শর্ত।

মুখ্যমন্ত্রী বলেন সেই সব শর্ত মানতে গেলে ফেডেরাল স্ট্রাকচার থাকে না। সবই কেন্দ্রের কাছে আত্মসমর্পণ করতে হবে, যেটি তিনি করতে নারাজ, সাফ করে দেন মমতা।