01/10/2020

বাংলায় আমফানে মৃত্যু সংখ্যা ৭২, ক্ষতিপূরণ ২.৫ লক্ষ টাকা করে, নবান্নে ঘোষণা মুখ্যমন্ত্রীর

বাংলায় আমফানে মৃত্যু সংখ্যা ৭২, ক্ষতিপূরণ ২.৫ লক্ষ টাকা করে, নবান্নে ঘোষণা মুখ্যমন্ত্রীর

আমফানের জেরে ব্যাপক ক্ষয়ক্ষতি রাজ্য জুড়ে৷ রাজ্যে ঘূর্ণিঝড়ের তাণ্ডবে গুড়িয়ে গিয়েছে দুই পরগণা, পূর্ব মেদিনীপুর ৷ তছনছ কলকাতা ৷ সুপার সাইক্লোন আমফানে মৃত্যু বহু মানুষের ৷ এখনও পর্যন্ত গোটা রাজ্যে ৭২ জনের মৃত্যুর খবর মিলেছে ৷
amphan death in west bengal 72
বৃহস্পতিবার দুপুরে নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন রাজ্যের ঝড়ে নিহতদের পরিবারকে ২.৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

সাইক্লোন আমফানের জেরে খোদ কলকাতার বুকে ১৫ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে ৷ খাস কলকাতায় রিজেন্ট পার্ক এলাকায় সাইক্লোনের সময় গাছ উপড়ে মা -ছেলের মৃত্যু হয়েছে ৷

রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, এখনও পর্যন্ত গোটা রাজ্যে ৭২ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে ৷ এর মধ্যে
✓ দক্ষিণ ২৪ পরগনায় মৃত্যু হয়েছে ৭ জনের ।
✓ উত্তর ২৪ পরগনায় মৃত্যু হয়েছে ১৭ জনের ।
✓ হাওড়ায় মৃত্যু হয়েছে ৩ জনের ।
✓ হুগলিতে মৃত্যু হয়েছে ৪ জনের ।
✓ পূর্ব মেদিনীপুরে মৃত্যু হয়েছে ৬ জনের ।
✓ পশ্চিম মেদিনীপুর মৃত্যু হয়েছে ২ জনের ৷
✓ পূর্ব বর্ধমানে মৃত্যু হয়েছে ১ জনের
✓ নদিয়ায় মৃত্যু হয়েছে ৪ জনের ।
✓ সুন্দরবনে মৃত্যু হয়েছে ৪ জনের ।
✓ ডায়মন্ড হারবার মৃত্যু হয়েছে ৮ জনের ।
✓ পূর্ব মেদিনীপুর মৃত্যু হয়েছে ৬ জনের ।
✓ রানাঘাট এ মৃত্যু হয়েছে ৬ জনের ।
✓ বারুইপুর এ মৃত্যু হয়েছে ৬ জনের ৷