৪২০০ টাকা উৎসব বোনাস, ১০ হাজার অ্যাডভান্স ঘোষণা মুখ্যমন্ত্রীর

৪২০০ টাকা উৎসব বোনাস, ১০ হাজার অ্যাডভান্স ঘোষণা মুখ্যমন্ত্রীর

লকডাউনের মধ্যে তলানিতে ঠেকেছে রাজ্যের আয়৷ এই পরিস্থিতিতেও মানবিক মুখই দেখাল রাজ্য সরকার৷ রাজ্য সরকারি কর্মীদের জন্য উৎসব বোনাস এবং অ্যাডভান্সের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এর জন্য বাড়তি ৪০০ কোটি টাকা খরচ হবে রাজ্যের৷
মমতা বন্দ্যোপাধ্যায়
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আরও বেশি কর্মী যাতে উৎসব বোনাস এবং অ্যাডভান্স-এর সুযোগ নিতে পারেন, তার জন্য বেতনের ঊর্ধ্বসীমাও বাড়ানো হয়েছে৷

এতদিন ৩০ হাজার টাকা পর্যন্ত বেতন পেতেন যাঁরা, সেই সরকারি কর্মচারীরা উৎসব বোনাস পেতেন৷ সেই ঊর্ধ্বসীমা বাড়িয়ে করা হয়েছে ৩৪২৫০ টাকা৷ অন্যদিকে উৎসব অগ্রিম নেওয়ার জন্যও বেতনের ঊর্ধ্বসীমা বাড়িয়েছে রাজ্য সরকার৷

রাজ্য সরকারি কর্মচারীদের উৎসব বোনাস দেওয়া হবে কিনা, তা নিয়ে এ দিনই বৈঠক ছিল নবান্নে৷ বৈঠকের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, রাজ্য সরকারি কর্মীদের উৎসব বোনাস ২০০ টাকা বাড়িয়ে করা হচ্ছে ৪২০০ টাকা৷ পাশাপাশি উৎসব অ্যাডভান্স বাড়িয়ে করা হয়েছে ১০ হাজার টাকা৷