29/10/2020

রেশন মিলবে এবার পুরনো কার্ডেও , নির্দেশিকা জারি করতে চলেছে নবান্ন

রেশন মিলবে এবার পুরনো কার্ডেও , নির্দেশিকা জারি করতে চলেছে নবান্ন

ডিজিটাল রেশন কার্ড না তাকলেও এবার বিনামূল্যে মিলবে রেশন। সোমবার এমনটাই জানিয়েছেন পশ্চিমবঙ্গের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এদিন তিনি জানান, এব্যাপারে খুব তাড়াতাড়ি বিজ্ঞপ্তি জারি করবে খাদ্য দফতর।
null
লকডাউন শুরুর পর থেকেই বিপদে পড়েন ডিজিটাল রেশন কার্ড নেই এমন বহু গরিব মানুষ। তাদের দাবি, এমনিতেই খাটতে খাটতে কখন দিন কেটে যায় টের পাই না।

তার ওপরে ডিজিটাল রেশন কার্ড করার সময় হয়নি। অনেকের অভিযোগ, আবেদন করেও ডিজিটাল রেশন কার্ড পাননি তাঁরা। এদের মধ্যে বহু পরিবারের ভরসা একমাত্র ত্রাণের খাদ্যশস্য।

গত শনিবার বিষয়টির ভয়াবহতা প্রকাশ্যে আসে সাংসদ দেবের জ্যাঠতুতো দাদার পরিবারের অনাহারে থাকার খবরে। জানা যায়, ডিজিটাল রেশন কার্ড নেই পরিবারটির। তাই রেশনের চাল পাননি তাঁরা।

ঘটনার জেরে এবার নড়েচড়ে বসল সরকার। সোমবার খাদ্যমন্ত্রী জানান, ‘যাদের পুরনো রেশন কার্ড রয়েছে কিন্তু ডিজিটাল রেশন কার্ড নেই তারাও যাতে বিনামূল্যে রেশন পান তা নিশ্চিত করতে নির্দেশিকা জারি হবে। তার পর থেকে তারাও মাথাপিছু ৫ কিলোগ্রাম করে চাল পাবেন।’

এই নির্দেশিকা জারি করলে লকডাউনে বহু পরিবারের অন্ন সংস্থানের দুশ্চিন্তা কমবে বলে ধারণা রাজ্যের ।