28/09/2020

পশ্চিমবঙ্গে ফেরার জন্য ৮টি ট্রেন চালাবে নবান্ন, দেখে নিন এক ঝলকে

পশ্চিমবঙ্গে ফেরার জন্য ৮টি ট্রেন চালাবে নবান্ন, দেখে নিন এক ঝলকে

প্রবাসী শ্রমিকদের বাড়ি ফেরানো নিয়ে বিজেপির ক্রমাগত আক্রমণের মুখে অবশেষে তৎপর হল রাজ্য সরকার।
migrant workers return west Bengal
ভিনরাজ্য থেকে শ্রমিকদের ফেরাতে ট্রেন চালাতে রাজি হল তারা। নবান্নে এক উচ্চ পর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। জানা গিয়েছে, উত্তর ও দক্ষিণ বঙ্গের জন্য চলবে মোট ৮টি ট্রেন।

নবান্ন সূত্রে জানা গিয়েছে, লকডাউনের জেরে ভিনরাজ্যে আটকে পড়া শ্রমিক ও চিকিৎসা করাতে যাওয়া ব্যক্তিদের ফেরাতে উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

প্রথম পর্যায়ে ৮টি ট্রেনে ৩০,০০০ মানুষকে ফেরানোর পরিকল্পনা করেছে রাজ্য সরকার। এই মর্মে রেল মন্ত্রককে চিঠিও পাঠিয়েছে নবান্ন।

নবান্ন সূত্রে জানা গিয়েছে, আজ, কাল ও পরশু ছাড়বে এই ট্রেনগুলি। এক নজরে দেখে নিন কবে কোথা থেকে ছাড়বে কোন ট্রেন।

শনিবার

✓ বেঙ্গালুরু ও হায়দরাবাদ থেকে ছাড়বে ৪টি ট্রেন।
✓ বেঙ্গালুরু থেকে পৌঁছবে বাঁকুড়ায়।
✓ বেঙ্গালুরু থেকে পৌঁছবে নিউ জলপাইগুড়িতে।
✓ বেঙ্গালুরু থেকে পৌঁছবে পুরুলিয়ায়।

রবিবার

✓ পঞ্জাবের জলন্ধর থেকে ট্রেন পৌঁছবে ব্যান্ডেল ।

সোমবার

✓ কাটপাডি (ভেলোর) থেকে একটি ট্রেন এসে পৌঁছবে হাওড়ায়।
✓ কাডপাডি থেকে আরেকটি ট্রেন পৌঁছবে খড়গপুরে।
✓ চণ্ডীগড় থেকে একটি ট্রেন পৌঁছবে দুর্গাপুরে।

শনিবারই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অভিযোগ করেন, প্রবাসী শ্রমিকদের ট্রেনগুলিকে রাজ্যে ঢুকতে দিচ্ছে না পশ্চিমবঙ্গ।