30/09/2020

করোনা পরীক্ষা করতে বেসরকারি হাসপাতালকে রেট চার্টে বেঁধে দিল নবান্ন

করোনা পরীক্ষা করতে বেসরকারি হাসপাতালকে রেট চার্টে বেঁধে দিল নবান্ন

করোনা মোকাবিলায় বেসরকারি হাসপাতালগুলিকে ব্যবসা না করে সেবার ভাব নিয়ে কাজ করাতে অনুরোধ করেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
private Hospital Rate chart in covid-19
সেইমত শুক্রবার জারি এক নির্দেশিকায় বলা হয়েছে ইনডোরে ভর্তি রোগীদের করোনা পরীক্ষার জন্য ২,২৫০ টাকার বেশি নিতে পারবে না বেসরকারি হাসপাতালগুলি।

করোনার চিকিৎসায় বেসরকারি হাসপাতালের যথেচ্ছাচার রুখতে অবশেষে কড়া পদক্ষেপ করল সরকার। জারি করা নির্দেশিকায় বলা হয়েছে ইনডোরে ভর্তি রোগীদের করোনা পরীক্ষার জন্য ২,২৫০ টাকার বেশি নিতে পারবে না বেসরকারি হাসপাতালগুলি। PPE-সহ যাবতীয় সুরক্ষা সামগ্রীর জন্য নিতে পারবে ১,০০০ টাকা। এছাড়া চিকিৎসকের পারিশ্রমিক বাবদ ১,০০০ টাকার বেশি নিতে পারবে না বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ ।

এছাড়া করোনা চিকিৎসা ICMR-এর নিয়ম মেনে হচ্ছে কি না তা দেখার জন্য একটি কমিটি গড়েছে সরকার। সেই কমিটি বিভিন্ন হাসপাতালে সারপ্রাইজ ভিজিট করে পরিস্থিতি খতিয়ে দেখবে। কোথাও কোনও বেনিয়ম নজরে পড়লে জানাবে স্বাস্থ্য দফতরকে।