29/10/2020

করোনা রোগীর সংস্পর্শে এলেই লালারস পরীক্ষা করবে রাজ্য

করোনা আক্রান্তের সংস্পর্শে এলে উপসর্গ না থাকলেও লালারস পরীক্ষা করবে রাজ্য

করোনাভাইরাস মোকাবিলায় আরও কড়া পথে হাঁটল রাজ্য। বৃহস্পতিবার সন্ধ্যায় স্বাস্থ্য দফতর সিদ্ধান্ত নিয়েছে, কোনও ব্যক্তি করোনা আক্রান্তের সংস্পর্শে এলেই তাঁর লালারসের নমুনা পরীক্ষা করা হবে। সে উপসর্গ থাক কিংবা না থাক।
Mamta Banerjee
একইসঙ্গে ক্লাস্টার এলাকা বা কোয়ারেন্টাইন কেন্দ্রে থাকা ব্যক্তিদেরও লালারসের নমুনা পরীক্ষা করা হতে পারে। সে বিষয়ে সিদ্ধান্ত নেবে স্থানীয় প্রশাসন। জানিয়েছে রাজ্য।

উল্লেখ্য রাজ্য সরকার জানিয়েছে, বুধবার পর্যন্ত রাজ্যে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ছিল ১৩২। গত ২৪ ঘণ্টায় আরও ২৪ জনের শরীরে করোনার অস্তিত্ব মিলেছে। একইসঙ্গে করোনায় মৃত্যু হয়েছে তিনজনের। এছাড়াও গত ২৪ ঘণ্টায় ৯ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। ফলে রাজ্যে এখনও ১৪৪ জন করোনায় আক্রান্ত রয়েছেন। আর মোট ৫১ জন সুস্থ হয়ে উঠেছেন।