25/09/2020

ভিনরাজ্যে আটকে থাকাদের জন্যে আরও ১০৫ ট্রেনের বন্দোবস্ত রাজ্যের, এক নজরে দেখুন পুরো তালিকা

ভিনরাজ্যে আটকে থাকাদের জন্যে আরও ১০৫ ট্রেনের বন্দোবস্ত রাজ্যের, এক নজরে দেখুন পুরো তালিকা

ভিনরাজ্যে আটকে থাকা এ রাজ্যের বাসিন্দাদের জন্য আরও ১০৫ টি বিশেষ ট্রেনের বন্দোবস্ত করল রাজ্য। আগামী ১৬ মে থেকে ১৪ জুন পর্যন্ত দেশের বিভিন্ন প্রান্ত থেকে সেই ট্রেনগুলি ছাড়বে।
105 West Bengal Special Train
লকডাউনের জেরে রেল-রাজ্য চাপানউতোরের মধ্যেই দিনকয়েক আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে জানিয়েছিলেন, আরও ট্রেনের বন্দোবস্ত করা হবে।
Mamata Banerjee twitte
সেইমতো বৃহস্পতিবার টুইটারে মমতা জানান, আগামী এক মাসে রাজ্যে ১০৫ টি বিশেষ ট্রেন আসবে। তিনি বলেন, ‘দেশের বিভিন্ন প্রান্তে আটকে পড়া আমাদের সমস্ত মানুষ এবং যাঁরা বাংলায় ফিরতে চান, তাঁদের সহায়তা করার প্রতিশ্রুতির অঙ্গ হিসেবে আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমরা বাড়তি ১০৫ টি ট্রেনের বন্দোবস্ত করতে পেরেছি।’

কবে, কোথা থেকে সেই ট্রেনগুলি ছাড়বে এবং রাজ্যের কোথায় যাবে, তার একটি বিস্তারিত তালিকাও দেন মুখ্যমন্ত্রী।
105 train List
105 Special Train
Download as PDF
তিনি বলেন, ‘আগামীদিনে এই ট্রেনগুলি আমাদের মানুষকে ফিরিয়ে আনার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছেড়ে বাংলার বিভিন্ন গন্তব্যে পৌঁছাবে।’