25/09/2020

দক্ষিণ ২৪ পরগনার ঢুকতে বাধা দিলীপ ঘোষকে

দক্ষিণ ২৪ পরগনার ঢুকতে বাধা দিলীপ ঘোষকে

সাইক্লোন আম্ফান অধ্যুষিত দক্ষিণ ২৪ পরগনা জেলা সফরে যেতে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে বাধা দেওয়ার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে।
Dilip Ghosh
এদিন সকালে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং ও বাসন্তীতে যাচ্ছিলেন দিলীপ ঘোষ । সেখানে ত্রাণ সামগ্রি বিলি করার কথা ছিল বিজেপি রাজ্য সভাপতির। গড়িয়া এলাকার ঢালাই ব্রিজ সংলগ্ন এলাকায় তাঁর গাড়ি আটকায় পুলিশ।

দিলীপ ঘোষ বলেন, “আমি জানি না, কেন সাইক্লোনে ক্ষতিগ্রস্ত এলাকায় আমায় যেতে দেওয়া হল না। এই সমস্ত এলাকায় তৃণমূলের নেতারা গিয়ে ত্রাণ বিলি করছেন। তাঁদের আটকাচ্ছে না পুলিশ। শুধুমাত্র বিজেপি নেতাদের ক্ষেত্রে নিয়ম পাল্টাচ্ছে”।

ক্ষতিগ্রস্ত এলাকায় তাঁকে যেতে না দিলে, ধরনায় বসার হুঁশিয়ারি দিয়েছে দিলীপ ঘোষ। তিনি বলেন, “যদি রাজ্য সরকার ত্রাণ নিয়ে রাজনীতি করতে চায়, তাহলে আমাদের কর্মীদের থেকে যথাযথ জবাব পাওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে”।

ত্রাণ সামগ্রি বিলি করা নিয়ে কেন বিজেপির রাজ্য সভাপতি রাজনীতি করতে চান, সেই প্রশ্ন তুলে বিস্ময় প্রকাশ করেন কলকাতার মেয়র এবং রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম।