28/09/2020

পশ্চিমবঙ্গে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৫৭, স্বীকার করল নবান্ন

পশ্চিমবঙ্গে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৫৭, স্বীকার করল নবান্ন

পশ্চিমবঙ্গে ফের বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা। শুক্রবার নবান্নে একথা জানিয়েছেন মুখ্যসচিব রাজীব সিনহা।

তিনি জানান, পশ্চিমবঙ্গে আরও ৩ জনের মৃত্যু করোনা সংক্রমণের কারণে হয়েছে বলে নিশ্চিত হওয়া গিয়েছে। এতে রাজ্যে করোনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৮।

এছাড়া গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে ৫১ জন নতুন করোনা রোগীর খোঁজ মিলেছে। যার ফলে করোনা আক্রান্ত অবস্থায় পশ্চিমবঙ্গে চিকিৎসাধীনের সংখ্যা বেড়ে হয়েছে ৩৮৫।

এদিন মুখ্যসচিব স্বীকার করেছেন, রাজ্যে ১৮ জনের মৃত্যু করোনার কারণেই হয়েছে বলে জানিয়েছে ডেথ অডিট কমিটি। এছাড়া পশ্চিমবঙ্গে আরও ৩৯ জনের মৃত্যু করোনা আক্রান্ত অবস্থায় হয়েছে।

তাদের করোনায় মৃত বলে মানতে নারাজ সরকার। তাদের অন্যান্য জটিলতায় মৃত্যু হয়েছে বলে দাবি তাদের। অর্থাৎ পশ্চিমবঙ্গে করোনায় আক্রান্ত অবস্থায় মোট মৃতের সংখ্যা ৫৭।

বলে রাখি, শুক্রবারই পশ্চিমবঙ্গে করোনায় আক্রান্ত অবস্থায় মোট মৃতের সংখ্যা জানতে চেয়েছিল সফরত কেন্দ্রীয় প্রতিনিধিদল।

এদিন এক চিঠিতে মুখ্যসচিবের কাছে কেন্দ্রীয় প্রতিনিধি দলের প্রধান অপূর্ব চন্দ্র জানতে চান, পশ্চিমবঙ্গে ডেথ অডিট কমিটির কাছে মোট কত জনের রিপোর্ট জমা পড়েছে। সেই সব রিপোর্ট চেয়ে পাঠায় কেন্দ্রীয় দল