ভুয়ো খবর ছড়ানো আটকাতে এগিয়ে এলো মার্ক জুকারবার্গ এর হোয়াটসঅ্যাপ
করোনা আতঙ্কের আবহে হোয়াটসঅ্যাপের মতো প্ল্যাটফর্মকে ব্যবহার করে ছড়াচ্ছে ভুয়ো খবর ও ভ্রান্ত তথ্য।
এই পরিস্থিতিতে মঙ্গলবার হোয়াটসঅ্যাপের তরফে বদলাল মেসেজ ফরোয়ার্ডের সীমা। এবার থেকে একবারে মাত্র একজনকেই ফরোয়ার্ড করা যাবে মেসেজ। এতদিন পর্যন্ত একসঙ্গে পাঁচজনকে পাঠানো যেত মেসেজ। এবার সেই সংখ্যা পাঁচ থেকে একধাক্কায় একে নামিয়ে আনা হল।
বিশ্বব্যাপী আতঙ্কের প্রভাব বিস্তার করা করোনা ভাইরাস সম্পর্কে ভুয়ো খবর ছড়ানো আটকাতেই এই নিয়ম চালু করল হোয়াটসঅ্যাপ।
সম্প্রতি হোয়াটসঅ্যাপ একটি ফিচার এনেছে যার দ্বারা ফরোয়ার্ড করা মেসেজকে সার্চ করে তা ভুয়ো কিনা সেটা বুঝে নেওয়া যাবে।