21/10/2020

ইন্টারনেটকে গতিশীল রাখতে স্টেটাস ভিডিওতে লাগাম টানল WhatsApp

ইন্টারনেটকে গতিশীল রাখতে স্টেটাস ভিডিওতে লাগাম টানল WhatsApp

ইন্টারনেটকে গতিশীল রাখতে স্টেটাস ভিডিওতে লাগাম টানল WhatsApp ।

✓ 15 সেকেন্ডের বেশি স্টেটাস ভিডিও পোস্ট করা যাবে না ।
✓ সম্প্রতি YouTube, Netflix সহ একাধিক ভিডিও স্ট্রিমিং কোম্পানি নিজেদের ভিডিও কোয়ালিটি কমানোর সিদ্ধান্ত নিয়েছিল।
✓ একই পথে হেঁটে এবার স্টেটাসে ভিডিও পোস্টে লাগাম টানল WhatsApp। সেখানে 15 সেকেন্ডের বেশি লম্বা ভিডিও পোস্ট করা যাবে না।
✓ আপাতত শুধুমাত্র ভারতের গ্রাহকদের জন্য এই সময়সীমা বেঁধেছে জনপ্রিয় মেসেজিং কোম্পানিটি।

✓WABetaInfo ওয়েবসাইটে প্রথম এই তথ্য সামনে এসেছে। লেটেস্টে বিটা ভার্সন 2.20.107 ও লেটেস্ট স্টেবল ভার্সন 2.20.89 -এ ইতিমধ্যেই 15 সেকেন্ডের বেশি লম্বা ভিডিও পোস্ট করা যাচ্ছে না। 15 সেকেন্ডের বেশি লম্বা ভিডিও স্টেটাসে পোস্ট করার চেষ্টা করলে জানানো হচ্ছে, “আপনার স্টেটাসের ভিডিওতে প্রথম 15 সেকেন্ড দেখানো হবে।”

Leave a Reply