01/10/2020

কবে খুলবে স্কুল-কলেজ ? স্কুল কলেজ খোলা নিয়ে যা বললেন কেন্দ্রীয় মন্ত্রী

কবে খুলবে স্কুল-কলেজ ? স্কুল কলেজ খোলা নিয়ে যা বললেন কেন্দ্রীয় মন্ত্রী

কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়নমন্ত্রী রমেশ পোখরিয়াল সংবাদ সংস্থা পিটিআই-কে দেওয়া সাক্ষাত্‍কারে জানালেন, শিক্ষক ও পড়ুয়াদের নিরাপত্তা এই মুহূর্তে সবচেয়ে বড় ইস্যু৷ যদি ১৪ এপ্রিলের পরেও স্কুল-কলেজ বন্ধ রাখতে হয়, তাতে ছাত্র-ছাত্রীদের যাতে কোনও রকম অ্যাকাডেমিক ক্ষতি না-হয়, তার জন্য ব্যবস্থা রেখেছে কেন্দ্র ।

মন্ত্রীর কথায়, ‘এই মুহূর্তে বলা মুশকিল ৷ ১৪ এপ্রিলের পরে পরিস্থিতি পর্যালোচনা করা হবে ৷ তারপরে স্কুল, কলেজ খোলার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া যাবে৷ তবে আরও কিছুদিন বন্ধ রাখতে হবে, নাকি খুলে দিতে হবে, তা নিয়ে আলোচনা করতে হবে৷ গোটা দেশে ৩৪ কোটি ছাত্র-ছাত্রী রয়েছে৷ আমেরিকার মোট জনসংখ্যার চেয়েও বেশি৷ আমাদের বিরাট সম্পদ৷’

Leave a Reply