25/09/2020

আর্থিক সমস্যায় উইকিপিডিয়া! ভারতীয় পাঠকদের থেকে ১৭৫ টাকা আর্থিক অনুদান চাইল Wikipedia

আর্থিক সমস্যায় উইকিপিডিয়া! ভারতীয় পাঠকদের থেকে ১৭৫ টাকা আর্থিক অনুদান চাইল Wikipedia

আর্থিক সমস্যার মুখে পড়েছে বিশ্বের অন্যতম অলাভজনক ওয়েবসাইট উইকিপিডিয়া । অস্তিত্ব রক্ষার তাগিয়ে ভারতীয় পাঠকদের কাছে আর্থিক সাহায্য চাইল তারা।

বিশ্বের সপ্তম বৃহত্তম ওয়েবসাইট হল উইকিপিডিয়া। এটি একটি ফ্রি ওয়েবসাইট হলেও এর তথ্য সংগ্রহ, ব্যবস্থাপনা এবং এডিট করার জন্য স্বেচ্ছাসেবকদের একটি দল আছে। এই সমস্ত স্বেচ্ছাসেবকরা বিশ্বজুড়ে ছড়িয়েছে আছেন।

উইকিপিডিয়া পরিচালনা করার জন্য প্রয়োজন হয় অর্থের। এই প্রতিষ্ঠানে কর্মরত এডিটক এবং কর্মীদের বেতন দেওয়ার জন্যে এই অর্থের প্রয়োজন তাদের। অথচ নিজেদের স্বাধীনতা বজায় রাখার জন্য এই সাইটটি কোনও বিজ্ঞাপন গ্রহণ করে না।
আর্থিক সমস্যায় উইকিপিডিয়া! ভারতীয় পাঠকদের থেকে ১৭৫ টাকা আর্থিক অনুদান চাইল Wikipedia
উইকিপিডিয়া কোনও শেয়ার ডোল্ডার নেই। পাঠক এবং কিছু সংস্থার আর্থিক অনুদানে প্রতিষ্ঠান চলে। বর্তমানে আয়ে টান পড়ায় প্রত্যেক পাঠকের দ্বারস্থ হয়েছে এই ইনফরমেশন ওয়েবসাইটটি।

ওয়েবসাইটের সার্ভারের রক্ষাণাবেক্ষণ এবং তাদের উন্নতির প্রয়োজনে এই অর্থের প্রয়োজন বলে ওয়েবসাইটটির অভিভাবক সংস্থা উইকিমিডিয়া ফাউন্ডেশন জানিয়েছে।উইকিপিডিয়া যদি বাণিজ্যিকরণ হয় আখেরে পাঠকদের লোকসান হবে বলে মনে করে তারা।
অনুদান চায় উইকিপিডিয়া
উইকিমিডিয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জিমি ওয়েলস বলেছেন, ‘আমরা একটি অলাভজনক প্রতিষ্ঠান। অনলাইন এবং সক্রিয় থাকার জন্য পাঠকের দানের উপরে আমাদের নির্ভর করতে হয় কিন্তু আমাদের ৯৮ শতাংশ পাঠক এক টাকাও দান করেন না। পাঠকরা যদি অল্প অল্প করে অনুদান দিতেন আগামী কয়েক বছর উইকিপিডিয়াকে আমরা প্রাণবন্ত করে রাখতে পারতাম।