28/10/2020

48 মেগাপিক্সেল ক্যামেরা সহ লঞ্চ হল Redmi 10X Pro এক ঝলকে দেখে নিন

48 মেগাপিক্সেল ক্যামেরা সহ লঞ্চ হল Redmi 10X Pro এক ঝলকে দেখে নিন

বাজারে এল Redmi 10X Pro। মঙ্গলবার চিনে এই ফোন লঞ্চ হয়েছে। এই ফোনে MediaTek Dimensity 820 চিপসেট থাকছে। সঙ্গে রয়েছে 4,520 mAh ব্যাটারি। Redmi 10X Pro-র পিছনে চারটি ক্যামেরা থাকছে। ফোনে রয়েছে 5G কানেক্টিভিটি ও ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
redmi 10x Pro
এক নজরে দেখে নিন Redmi 10X Pro স্পেসিফিকেশন

✓ ডুয়াল সিম ।
✓ ডুয়াল ব্যান্ড 5G ।
✓ Redmi 10X Pro-তে Android 10 অপারেটিং সিস্টেম ।
✓ কোম্পানির MIUI 12 স্কিন চলবে।
✓ এই ফোনে রয়েছে 6.57 ইঞ্চি ডিসপ্লে ।
✓ MediaTek Dimensity 820 এক্সিপসেট ।
✓ 8GB RAM ও 256GB স্টোরেজ।
✓ Redmi 10X Pro-র পিছনে রয়েছে চারটি ক্যামেরা। এই ক্যামেরায় 48 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরার সঙ্গেই রয়েছে 8 মেগাপিচেল টেলিফটো ক্যামেরা, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা, 5 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা।
✓ সেলফি তোলার জন্য রয়েছে 16 মেগাপিক্সেল ক্যামেরা।
✓ Redmi 10X Pro-এ রয়েছে 4,520 mAh ব্যাটারি।
✓ রয়েছে 22.5W ফাস্ট চার্জিং।
✓ কানেক্টিভিটির জন্য এই ফোনে রয়েছে Bluetooth v5.1, NFC, GPS, 3.5mm audio jack, USB Type-C port, and Wi-Fi 802.11 a/b/g/n/ac।
✓ Redmi 10X Pro’র দাম শুরু হচ্ছে 2,299 ইউয়ান (প্রায় 24,800 টাকা) থেকে।