22/09/2020

লঞ্চ হল Xiaomi Mi Box 4K, চলতি মাসেই বিক্রি শুরু ভারতে

লঞ্চ হল Xiaomi Mi Box 4K, চলতি মাসেই বিক্রি শুরু ভারতে

ভারতে নতুন 4K স্ট্রিমিং বক্স নিয়ে এল Xiaomi। শুক্রবার লঞ্চ হয়েছে Xiaomi Mi Box 4K। এই প্রোডাক্ট ব্যবহার করে যে কোন টিভি অথবা মনিটরকে স্মার্ট টিভি করা যাবে।

যে কোন টিভির সঙ্গে এই স্ট্রিমিং বক্স কানেক্ট করে অ্যানড্রয়েড স্মার্ট টিভি করা যাবে। Xiaomi Mi Box 4K-তে স্টক অ্যানড্রয়েড ইন্টারফেস চলবে।

11 মে দুপুর 12 টায় Xiaomi Mi Box 4K বিক্রি শুরু হবে। Mi.com থেকে এই স্ট্রিমিং বক্স বিক্রি করবে চিনের সংস্থাটি।

এক ঝলকে দেখে নিন কি থাকছে Xiaomi Mi Box 4K তে

✓ নতুন স্ট্রিমিং বক্সে Android TV 9 অপারেটিং সিস্টেম চলবে।
✓ যে কোন HDMI PORT কানেক্ট করা যাবে।
✓ Wifi মাধ্যমে ইন্টারনেটের সঙ্গে কানেক্ট হবে এই ডিভাইস।
✓ ব্লুটুথ রিমোট ও প্লে স্টোর সাপোর্ট থাকবে ।
✓ একটি ইউএসবি পোর্ট ও একটি 3.5 মিমি অডিও জ্যাক।
✓ ব্লুটুথের মাধ্যমে এই ডিভাইসের সঙ্গে হেডফোন ও অন্যান্য অ্যাকসেসারি কানেক্ট করা যাবে।
✓ বিল্ট-ইন Chromecast Ultra। ফলে স্মার্টফোন থেকে 4K কাস্ট করা যাবে।
✓ Xiaomi Mi Box 4K-র দাম 3,499 টাকা।

অন্যান্য অ্যানড্রয়েড টিভিতে কোম্পানির নিজস্ব PatchWall স্কিন ব্যবহার হলেও স্ট্রিমিং বক্সে স্টক অ্যানড্রয়েড দিয়েছে চিনের সংস্থাটি।

ভারতে Amazon Fire TV Stick 4K’র সঙ্গে সরাসরি প্রতিযোগিতার সম্মুখীন হবে Xiaomi’র স্ট্রিমিং বক্স। Amazon-এর স্ট্রিমিং স্টিকের দাম 5,999 টাকা।