28/10/2020

ডুয়াল ক্যামেরা, 4G সাপোর্ট সহ লঞ্চ হল Mi Bunny Watch 4

ডুয়াল ক্যামেরা, 4G সাপোর্ট সহ লঞ্চ হল Mi Bunny Watch 4

ডুয়াল ক্যামেরা সহ নতুন স্মার্টওয়াচ নিয়ে এল Xiaomi। শুক্রবার চিনে লঞ্চ হয়েছে Mi Bunny Watch 4। এই স্মার্টওয়াচে থাকছে 4G কানেক্টিভিটি। অন্যান্য স্মার্টওয়াচের থেকে আকারে বড় এই ডিভাইসে 4G কানেক্টিভিটি ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সাপোর্ট। আপাতত শুধুমাত্র চিনে এই স্মার্টওয়াচ পাওয়া যাবে। এই স্মার্টওয়াচ ব্যবহার করে অভিভাবকরা শিশুদের ট্র্যাক করতে পারবেন।

Mi Bunny Watch 4-এর দাম
চিনে Mi Bunny Watch 4 কিনতে 899 ইউয়ান (প্রায় 9,600 টাকা) খরচ হবে। নীল ও গোলাপি রঙে এই স্মার্টওয়াচ পাওয়া যাবে। ইতিমধ্যেই প্রি-বুকিং শুরু হয়েছে। 9 এপ্রিল চিনে এই স্মার্টওয়াচ বিক্রি শুরু করবে Xiaomi।

Mi Bunny Watch 4 স্পেসিফিকেশন
Mi Bunny Watch 4-এ রয়েছে একটি 1.78 ইঞ্চি AMOLED ডিসপ্লে। ভিডিও কলের জন্য এই স্মার্টওয়াচে দুটি ক্যামেরা রয়েছে। কানেক্টিভিটির জন্য থাকছে NFC, Wi-Fi, 4G, স্পিকার ও মাইক্রোফোন।

Leave a Reply