করোনার জেরে পরীক্ষার্থীদের অসুবিধার কথা ভেবে ২০২০ সালের জয়েন্ট এন্ট্রান্স মেন পরীক্ষার অনলাইন আবেদনপত্রে সংশোধন করার সময়সীমা আরও বাড়াল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)। এবার আবেদনপত্রে পছন্দসই পরীক্ষাকেন্দ্রেরও উল্লেখ করতে পারবেন পরীক্ষার্থীরা।
সম্প্রতি এই মর্মে একটি নোটিশ প্রকাশ করা হয়েছে এনটিএ-র নিজস্ব ওয়েবসাইটে। নোটিশে বলা হয়েছে, পরীক্ষার্থীর পছন্দ অনুযায়ী পরীক্ষাকেন্দ্র বণ্টনের চেষ্টা করবে এনটিএ।
তবে এ-ও জানানো হয়েছে যে, কোনও কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা নির্দিষ্ট সীমা ছাড়িয়ে গেলে পরীক্ষার্থীকে অন্য কেন্দ্রে পরীক্ষা দিতে হবে। এ ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত ধরা হবে বলে জানানো হয়েছে।
নোটিশে বলা হয়েছে, পরীক্ষাকেন্দ্র বাছাই সংক্রান্ত সংস্কার করা আবেদনপত্র আগামী ১৪ এপ্রিল বিকেল ৫টার মধ্যে অনলাইনে জমা দিতে হবে। পরীক্ষার ফি দেওয়া যাবে ওই দিন রাত ১১.৫০ পর্যন্ত।
Official NTA Website Link