04/09/2020

ই-কমার্স গুলিতে নয়া নির্দেশিকা আনতে চলেছে কেন্দ্র,জানতে হবে পণ্যের উৎসস্থল

ই-কমার্স গুলিতে নয়া নির্দেশিকা আনতে চলেছে কেন্দ্র,জানতে হবে পণ্যের উৎসস্থল

বুধবার কেন্দ্রীয় সরকারের শিল্প প্রচার এ অভ্যন্তরীণ বাণিজ্য দফতর (DPIIT) এই বিষয়ে দ্বিতীয় বৈঠক করে, যাতে অংশগ্রহণ করেন ৩০টি ই-কমার্স সংস্থার প্রতিনিধিরা।

বৈঠকে কেন্দ্রের তরফ থেকে ১লা আগস্ট থেকে পণ্যের সঙ্গে উৎপাদক দেশের নাম এবং সেপ্টেম্বর মাসের শেষের মধ্যে পণ্যের ঐতিহ্য তালিকা তৈরি করার জন্য চাপ দেওয়া হয় বলে জানা গিয়েছে।

দুই ই-কমার্স সংস্থার প্রতিনিধি সংবাদমাধ্যম কে জানিয়েছেন দফতরের এক আধিকারিকের মতে, কেন্দ্রের প্রস্তাব বাস্তবায়িত করার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া বাকি, কারণ পণ্য প্যাকেজিংয়ের বিষয়টি ই-কমার্স সংস্থাগুলিই করে থাকে।

জানা গিয়েছে, Amazon ও Flipkart-এর মতো বড় মাপের ই-কমার্স সংস্থাগুলি কেন্দ্রের প্রস্তাব বাস্তবায়িত করার জন্য তিন মাস সময় চেয়েছে।

তাদের মতে, লাখ লাখ গ্রাহককে ‘পণ্যের উৎস দেশ’ বিষয়টি বোঝানোই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। এই কারণে গ্রাহকের স্বার্থেই প্রস্তাবে রূপদান করতে আরও সময় প্রয়োজন।