X

লকডাউন উঠলেও শিক্ষা প্রতিষ্ঠান,ধর্মীয় জমায়েত, শপিং মল, বন্ধ রাখার সুপারিশ কেন্দ্রীয় মন্ত্রীদের বৈঠকে

আগামী ১৪ এপ্রিল মধ্যারাতে লকডাউন উঠে যাচ্ছে কি না, তা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া বাকি। কিন্তু লকডাউন তুলে নেওয়া হলেও আপাতত স্কুল-কলেজ ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলি এই মুহূর্তে না খোলাই ভাল, এমনটাই সুপারিশ কেন্দ্রীয় মন্ত্রীদের।

সূত্রের খবর, মঙ্গলবার রাজনাথ সিংহের পৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রীদের একটি বৈঠকে সুপারিশ করা হয়, লকডাউন উঠুক বা না উঠুক, আপাতত দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান, শপিং মল ও ধর্মীয় জমায়েত বন্ধ রাখা হোক। ওই বৈঠকের সুপারিশ, ১৪ এপ্রিলের পরও আরও ৪ সপ্তাহ স্কুল কলেজ বন্ধ রাখা হোক। এমনিতেই মে মাসের মাঝামাঝি থেকে জুন মাসের শেষ অবধি চলে গরমের ছুটি। তাই পড়ুয়াদের সুরক্ষার কথা ভেবেই করোনা পরিস্থিতিতে আপাতত বন্ধই রাখা হোক ক্লাসরুম স্টাডি।

সেই সঙ্গে ধর্মীয় জমায়েতগুলির উপরও নিষেধাজ্ঞা বজায় রাখা হোক আরও কিছুদিন, মত মন্ত্রীদের।
মঙ্গলবারের কেন্দ্রীয় মন্ত্রীদের বৈঠকে আলোচনা হয় এই পরিস্থিতিতে কী কী পদক্ষেপ করলে অতিমারী করোনাকে ঠেকানো যাবে।

বৈঠকে হাজির ছিলেন, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল প্রমুখ।

সূত্রের খবর, বৈঠকে শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠানগুলির সঙ্গে সঙ্গে শপিং মল গুলিও আপাতত না খোলার সুপারিশ করা হয়।

Tags: Amit sahoNirmala SitharamanRajnath SinghRamesh Pokhriyal
Leave a Comment
Related Post